মেঘনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় মেঘনার শাখা নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ঝাউচর গ্রামে নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ হয়। মৃত রিজভী হোসেন (৩) উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী রিপন মিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলা করতে গিয়ে মেঘনার শাখা মারীখালি নদীতে পড়ে শিশু রিজভী হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের একটি দল (ডুবুরির দল) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি। এদিকে মেঘনার শাখা নদী থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার প্রবাসী রিপন মিয়ার শিশুসন্তান রিজভী একই ইউনিয়নের ঝাউচর গ্রামে তার নানার বাড়িতে মা মিম আক্তারের সঙ্গে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকালে সে নানার বাড়ির পার্শ্ববর্তী ঝাউচর শাহী মসজিদের পেছনে বালুর মাঠসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পানিতে অনেক খোঁজাখুজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকজন ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীতে শিশুটির সন্ধান বের করতে কাজ শুরু করে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান লাশ উদ্ধার করে। বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কেউ তাদের অবহিত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন সম্পন্ন করতে পারবেন। নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, তাদের টিম বৃহস্পতিবার রাতে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পরও শিশুটির সন্ধান বের করতে পারেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ভেসে যাওয়ার কারণে শিশুটিকে নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়নি। শুক্রবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করেছেন।