ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, অনুপ্রবেশকারী লীগারদের দোষারোপ – ইউ এস বাংলা নিউজ




ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, অনুপ্রবেশকারী লীগারদের দোষারোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ৭:১৫ 29 ভিউ
জুলাই দাঙ্গার বর্ষপূর্তিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রাবেশকারীদের ওপর দায় চাপিয়েছে এক পক্ষ। আজ ৫ই আগস্ট, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, ছাত্রদল কর্মী সাইমুন হক রাজীব, ইঞ্জিনিয়ার সোহেল, সরোয়ার, বেলাল, সিফাত, মিলন, সঞ্জিত দাস, জাহাঙ্গীর, তৌহিদ ও মানিকসহ ১৫ জন। জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। একই সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে

আরেকটি পক্ষ জিরো পয়েন্টে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। আকবর গ্রুপের মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হন। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক এবং আওয়ামী লীগ থেকে আসা আবুল হাসেম বাহাদুরের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের ৮ নেতাকর্মী আহত হন। অন্যদিকে, কাজী সাইফুর রহমান স্বপন জানান, আকবর গ্রুপের লোকজন তাদের মেডিকেল ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেওয়ায় ঘটনার সূত্রপাত হয়। এতে তাদের ৭ জন কর্মী

আহত হন। হতাহত বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে অনুপ্রবেশ করছে, তারা বিএনপিকে ভেঙে টুকরো-টুকরো করে দিতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল আজকের স্বর্ণের দাম: ৭ আগস্ট ২০২৫ আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরাইলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫ আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা ভারতের ওপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি আবারও বাড়ল তেলের দাম বৃহস্পতিবার যেসব এলাকায় থাকবে না গ্যাস শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা মোদির, আসবেন পুতিনও সাগরিকার জোড়া গোলের জাদুতে দুর্দান্ত শুরু বাংলাদেশের চেনা দখলদার, জিডি করেই দায় সারে গৃহায়ন ইসলামে অর্থনৈতিক ন্যায় ও সুদমুক্ত সমাজ গঠনের পথ ১৪৬ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট ট্রাম্প ‘নাখোশ’: মোদি যাচ্ছেন চীন, আসছেন পুতিনও