ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ১০:৩২ অপরাহ্ণ

ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ১০:৩২ 100 ভিউ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। যার সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়। পাশাপাশি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অতিথিদের জন্য নির্ধারিত স্থানে আসতে থাকেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। অতিথিদের নির্ধারিত আসনে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এ সময় তারা একে অপরের সঙ্গে খোশগল্প ও খুনসুটিতে মেতে উঠেন। এমন একটি

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নাছির উদ্দীন নাছির ও সাদিক কায়েম একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন এবং নাছির জাহিদুল ইসলামের সঙ্গে হাত মেলান। এ সময় রাকিবুল ইসলাম রাকিব তাদের উদ্দেশ্যে করে কথা বলার পরই সবাই হাসাহাসি শুরু করেন। এরপরই শিবির সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে বসতে নিমন্ত্রণ করেন এবং ছাত্রদল সভাপতিও শিবির সভাপতিকে বসতে নিমন্ত্রণ করেন। পরে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জাহিদুল ইসলামকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও চেয়ারে বসেন। বিভিন্ন ক্যাপশন লিখে ভিডিওটি ফেসবুকের ওয়ালে শেয়ার করছেন নেটিজনরা। ফেসবুকে মন্তব্যের ঘরে কেউ কেউ করছেন নানা মন্তব্য। ভিডিওটির মন্তব্যের ঘরে আব্দুল মান্নান নামে একজন লেখেন, ‘এমন

একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চায় জনগণ। আরে ভাই দেশটা তো সবার। দেশের কল্যাণে একে অপরের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু পূর্বের ইতিহাস টেনে আর বিভেদ সৃষ্টি করেন না। ইনশাআল্লাহ আপনারা একত্রে থাকলে দেশ ও দেশের জনগণ ভালো থাকবে। আপনাদের জন্য দুআ র‌ইল।’ জুয়েল চৌধুরি নামে একজন লেখেন, ‘যে যেকোনো দল করতে পারে কিন্তু একসাথে থাকাটাই জরুরি।’ আব্দুল মালেক নামে একজন মন্তব্যে ঘরে লেখেন, ‘এমন সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থানের রাজনীতিই চাই আমরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা।