আমেরিকার উপকূলেও সুনামি শুরু! – ইউ এস বাংলা নিউজ




আমেরিকার উপকূলেও সুনামি শুরু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৫:৪৮ 34 ভিউ
জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। হাওয়াইতে বাজছে সাইরেন। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল সবচেয়ে বেশি (১.৬ ফুট)। এ ছাড়া, ক্যালিফর্নিয়ার ক্রেসেন্ট সিটি (১.৫ ফুট) এবং মন্টেরেতে (১.৪ ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়ছে। মূলত ক্যালিফর্নিয়ার উত্তর উপকূলেই এখনও পর্যন্ত সুনামি সীমাব্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে, তা বাকি উপকূলেও প্রযোজ্য হবে। সান ফ্রানসিস্কো বে এলাকা, ওরেগন উপকূল এবং

ওয়াশিংটন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিবেশবিদদের মতে, সুনামির এই প্রাথমিক ঢেউয়ের পর কয়েক ঘণ্টা ধরে বাড়তি ঢেউ দেখা যেতে পারে। জলের স্রোতও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কোথাও কোথাও স্রোত হয়ে উঠতে পারে ‘ভয়ঙ্কর’। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ এবং ভানুয়াটুতে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, উপকূলের বাসিন্দাদের তৈরি থাকতে হবে। সমুদ্রে কোনও রকম অস্বাভাবিকতা দেখা গেলেই সকলকে সরে যেতে হবে উঁচু জায়গায়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন নাগরিক এবং পর্যটকদের উপকূল এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী একটি পার্কিং

এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়েছে। হালেইওয়া বোট হারবারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তবে পার্কিং এলাকায় লোকজন ছিলেন না। কয়েকটি গাড়ি এবং মোটর বোট ছিল। হালেইওয়াতে সুনামির ঢেউয়ের উচ্চতা হয়েছিল ৪ ফুট। হনলুলুতে সুনামির কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজছে। অনেকেই সমুদ্র তীরবর্তী এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। উপকূলরক্ষী বাহিনীর জাহাজও জরুরি পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে। বুধবার (ভারতীয় সময়) রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়া এবং জাপানের বেশ কিছু উপকূলে। এ ছাড়া চিন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি… আমি ৩৪ লাখ পারিশ্রমিকের টাকা রেখে আসছি : ডলি জহুর পাবনায় ব্যাংক ভাঙচুর ও ম্যানেজারকে পেটালো যুবদল নেতা অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মিয়ানমার জান্তার চট্টগ্রামে ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার দেশের এক তৃতীয়াংশ শিশু মিয়ানমারে ৪ বছরের জরুরি অবস্থার অবসান, ডিসেম্বরে নির্বাচন স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান আমার স্ত্রী পুতিনকে ‘পছন্দ’ করে : ট্রাম্প ইয়ামালের নৈপূন্যে বার্সেলোনার গোল উৎসব জুলাইয়ে মব তৈরি করে ১৬ জনকে হত্যা, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ভর্তি ২৭৮ নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির