বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৯:১৮ 15 ভিউ
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম রওশন আক্তার (৪২)। তার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায়। হত্যায় অভিযুক্ত রাকিবুল করিম (৫০) রওশন আক্তারের সাবেক স্বামী। তিনি ময়মনসিংহ শহরের সেনবাড়ি এলাকার বাসিন্দা এবং ওমানপ্রবাসী ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলকিবাড়ি এলাকার একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট থাকতেন রওশন আক্তার। তার বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং ছোট

মেয়ে ময়মনসিংহের একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছে। প্রায় ২৬ বছরের সংসারে তাদের দুটি কন্যাসন্তান আছে। ছয় বছর আগে রাকিবুল করিম বিদেশে যাওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। দেড় বছর আগে প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে তালাক দেন বলে রওশনের এক স্বজন বলেছেন। তিন মাস আগে রাকিবুল করিম দেশে এসে ফের সংসারে নিতে চাইলেও রাজি হননি রওশন। পরে তিনি আবার বিদেশে ফিরে যান। তবে কয়েক দিন আগে ওমান থেকে দেশে ফিরে আবারও তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন রাকিবুল। পুলিশ বলেছে, আজ ভোরে রওশন আক্তারের বাসায় ঢুকে রাকিবুল তাকে ছুরিকাঘাত করেন। এ সময় মায়ের ওপর বাবার হামলা দেখে ছোট মেয়ে পাশের একটি কক্ষে পালিয়ে যায়। রওশনকে

হত্যার পর রাকিবুল নিজেই বাসার আরেক কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। রওশন আক্তারের ভাগনে রাসেল ইকবাল বলেন, ‘পারিবারিক কলহে আমার ফুফুর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। কিন্তু আজ ভোরে হঠাৎ বাসায় দরজায় নক করলে সাবলেট ভাড়াটিয়া মেয়েরা দরজা খুলে দেয়। ওই সময় ঘরে ঢুকে আমার ফুফুকে ছুরিকাঘাত করে হত্যা ও নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহে সাবেক স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাকিবুল। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন? চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রধান আসামি বন্ধু মাস্কই এখন বড় শত্রু ট্রাম্পের বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য ‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার ‘তোমরা মোটা না চিকন হয়েছো- দেখার জন্য ভিডিও কল দিচ্ছি’ পরীক্ষায় নকল দিতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি ‘পালানোর’ অভিযোগে আরো ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত খুনের পর প্রেমিকার লাশের সাথে রাত্রিযাপন! প্রেমিক গ্রেপ্তার এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল পাঁচ বছরের শিশু ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন বোরকা পরে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইউক্রেন, ইউরোপে বাড়ছে সামরিক তৎপরতা