এইচএসসি ও সমমান: প্রথম দিনে বহিষ্কার ৪৩, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার – ইউ এস বাংলা নিউজ




এইচএসসি ও সমমান: প্রথম দিনে বহিষ্কার ৪৩, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:১২ 53 ভিউ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৪৩ জন পরীক্ষার্থী ‘অসদুপায় অবলম্বনের’ অভিযোগে বহিষ্কৃত হয়েছে; অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ বিষয়ের পরীক্ষার মধ্যে দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপণী পরীক্ষা শুরু হয়। বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জানানো হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ৬ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় হয়েছে

১ হাজার ৬০৮টি কেন্দ্রে। এগুলো মধ্যে ১ হাজার ৫৯৯টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, বরিশাল বোর্ডের ১ জন ও ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী রয়েছেন। নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই ১ হাজার ৫৯৯টি কেন্দ্রে ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। ঢাকা বোর্ডের ২৯৫টি কেন্দ্রে ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডের ২০৭টি কেন্দ্রে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লা বোর্ডের ১৯২টি

কেন্দ্রে ২ হাজার ৪২৮ জন, যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১১৫ টি কেন্দ্রে ১ হাজার ২৩০ জন, সিলেট বোর্ডের ৮৮টি কেন্দ্রে ৮২৪ জন, বরিশাল বোর্ডের ১৪৪টি কেন্দ্রে ১ হাজার ২৯ জন, দিনাজপুর বোর্ডের ২১৩টি কেন্দ্রে ১ হাজার ২৯১জন এবং ময়মনসিংহ বোর্ডের ১০৬টি কেন্দ্রে ৮৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কুরআন মাজিদ পরীক্ষায় বহিষ্কার ২৪ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির তথ্য বলছে, আলিমের ৪৫৯টি কেন্দ্রে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৮০ হাজার ১২১ জন। ৪ হাজার

১৯৬ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ২৪ জন। ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের প্রথম দিনে বহিষ্কার ১৩ এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ১ হাজার ৫০ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭৩৩টি কেন্দ্রে এদিন বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৯৭ হাজার ৮৭৪ জন। ১ হাজার ৫০ জন অনুপস্থিত ছিলেন এবং ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন এ পরীক্ষায়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান

পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। এই সংখ্যা গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কম। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ মায়ের দেওয়া কিডনিতে বাঁচা যুবক প্রতিবেশীর হামলায় নিহত সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন গণপিটুনিতে মৃত্যু ঘিরে দেশজুড়ে উৎকণ্ঠা ঘুষকাণ্ডে জামায়াতের আইনজীবীর সনদ স্থগিত লাশ হয়ে ফেরা সাংবাদিক বিভুরঞ্জনের বাসায় শোকের মাতম ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে দুই বক্স খাবারের দাম ১ লাখ ৬ হাজার টাকা বেবী নাজনীনের জন্মদিন আজ যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী ‌‌‘আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না’ ডিম ও সবজির দামে অস্বস্তি লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর