ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী
দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের
যে কোনো দেশের পারমাণবিক পরীক্ষা হলে রাশিয়া ‘সমানভাবে প্রতিক্রিয়া জানাবে’: ল্যাভরভ
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ
রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি
ইরানে আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদাগারেও হামলা করা হবে।
সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকা-তে তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আমরা সমূলে ধ্বংস করতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে সেখানেও মার্কিন বাহিনী পৌঁছাবে।
ক্যারোলিন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই তা দিয়েছেন। যদি আত্মবিশ্বাস না থাকত, তাহলে তিনি এমন সিদ্ধান্ত নিতেন না।
এর আগে, ১৩ জুন ইরানের বিভিন্ন পারমাণবিক
স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ‘এটি একেবারেই ক্ষমার অযোগ্য কাজ।’ বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের সর্বশেষ বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরানে আরও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই সংঘাতের ইতি ঘটার সম্ভাবনা ক্ষীণ।
স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ‘এটি একেবারেই ক্ষমার অযোগ্য কাজ।’ বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের সর্বশেষ বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরানে আরও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই সংঘাতের ইতি ঘটার সম্ভাবনা ক্ষীণ।



