দরজা ভেঙে মিলল নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ – ইউ এস বাংলা নিউজ




দরজা ভেঙে মিলল নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ৫:১৩ 51 ভিউ
রাজধানীর উত্তর শাহজাহানপুরের ভাড়া বাসা থেকে আইভী আক্তার রিতু (২৩) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্টদের ধারণা, চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার তাঁর মৃতদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। তিনি এক পুরুষের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে সেই পুরুষের খোঁজ মিলছে না। শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে রিতুর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই অবস্থাতেই কয়েক দিন ধরে মৃতদেহ ঝুলে ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ অর্ধগলিত অবস্থায় মৃতদেহ পায়। এ ঘটনায়

একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ জানায়, উত্তর শাহজাহানপুরের ৬০৯ নম্বর ভবনের তৃতীয় তলায় থাকতেন রিতু। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে শুনেছেন প্রতিবেশীরা। তবে তিনি বা তাঁর কথিত স্বামী লোকজনের সঙ্গে খুব একটা কথা বলতেন না বলে কেউ তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। বাড়িওয়ালা এখন দেশের বাইরে। খবর পেয়ে মৃতের স্বজন এলেও রিতু কী করতেন, বিয়ে হয়েছে কিনা– এসব প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি। এক প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সর্বশেষ ১৩ জুন তিনি রিতুকে ঘরে ঢুকতে দেখেছেন। এর পর থেকে দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। ভবনটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাও

থাকেন। পরে তাঁর মাধ্যমে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ সেখানে যায়। সেদিন বিকেল ৩টার দিকে দরজা ভেঙে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বোর্ড মিল এলাকার বাসায় উজ্জ্বল হোসেন (২৮) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিজ ঘরে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের ভগ্নিপতি সাজেদুল ইসলাম জানান, উজ্জ্বলের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলার জামতলা বাজার এলাকায়। বাবার নাম আব্দুল

মালেক। পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর পর আজ দুপুরে তিনি ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। পরে স্বজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেন; নিশ্চিত করতে পারেননি স্বজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালন আখড়ায় পুলিশ মোতায়েন মেরিনা তাবাসসুমের দ্বিতীয়বার আগা খান পুরস্কার জয়: শেখ হাসিনার আমলে নির্মিত অসাধারণ স্থাপত্যের স্বীকৃতি রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খানকা শরিফে উগ্রবাদীদের হামলা আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা-সমালোচনা “একদল ভিলেন” এর শাসনের চেয়ে একজন “এক নায়ক” এর শাসনই শ্রেয় ২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮, পুলিশ জানে না কিছু চীনের শীর্ষ ৫ নতুন অস্ত্র কী বার্তা দিচ্ছে? এবার ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প চীনের শীর্ষ ৫ নতুন অস্ত্র কী বার্তা দিচ্ছে? জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে যা বলল বিএনপি নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট ‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’ ৫ বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, নিহত ১ নুরা পাগলের কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা মনপুরায় শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩