তিন সীমান্তে ৩০ জনকে পুশইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫
     ৭:০৯ অপরাহ্ণ

তিন সীমান্তে ৩০ জনকে পুশইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ | ৭:০৯ 64 ভিউ
দেশের তিন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে ১৩ জন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ১১ জন ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আবারো পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশী গ্রামের বাসিন্দা। তার সেখানে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি

স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত। ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে উপজেলার মটুয়া সীমান্তে তাদের আটক করে বিজিবি। বিজিবি জানায়, বৈরী আবহাওয়ার সুযোগে বুধবার দিবাগত গভীর রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তের ২১৯১ পিলার দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বাড়ি যশোর, নড়াইল

ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আটকদের দক্ষিণ মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বার্তা দেওয়া হয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, সীমান্ত পথে পুশইনকৃত

এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদের বুধবার রাতে সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসব ব্যক্তি সবাই বাংলাদেশি নাগরিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি এবার মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন আ.লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের ‘গুরু মার’ মুম্বাইয়ে ২০টিরও বেশি সম্পত্তি শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি ইয়াবা-ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিন বন্ধু আবার বাড়ল স্বর্ণের দাম ইতালিতে চার্চে যৌন নির্যাতনের শিকার অন্তত ৪,৪০০ জন বাংলাদেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ ইউনূস শাসনামল: গুমের পরে লাশ হয়ে ফিরলেন আরও এক মুক্তিযোদ্ধা ড. ইউনূসের সৌদি আরব সফর বাতিলের নেপথ্যে শেখ হাসিনার ছায়া? চীনের সহায়তায় মিয়ানমারের বিদ্রোহীদের ওপর ক্রমাগত বিমান হামলা: দখলকৃত এলাকা ফিরে পাচ্ছে জান্তা উপদেষ্টা রিজওয়ানার প্রভাবে পিতা ‘মন্দির কমিটির সভাপতি’ হওয়ায় চাকরি হয়নি হিন্দুপ্রার্থীর ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী গ্রেপ্তার খুলনায় আগুনে পুড়ল জামায়াত কার্যালয় চীনের সহায়তায় মিয়ানমারের বিদ্রোহীদের ওপর ক্রমাগত বিমান হামলা: দখলকৃত এলাকা ফিরে পাচ্ছে জান্তা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে ভারত শুল্ক কমাতে সক্ষম, বাংলাদেশ কেন পিছিয়ে? তাহের: জামায়াতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ড. ইউনূসের