পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১০:১৪ 43 ভিউ
চাঁপাইনবাবগঞ্জ শহরে লিখিত কোনো অভিযোগ ছাড়াই পুলিশ ডেকে উত্যক্তের অভিযোগে এক প্রতিবেশীকে আটকের দাবিতে পুলিশের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে সায়েমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের টিকরামপুর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ মারফৎ পুলিশ ডাকেন সায়েমা। সদর থানার এএসআই আকুব্বর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি এক প্রতিবেশীর প্রতি উত্যক্তের অভিযোগ এনে তাকে আটকের দাবি জানাতে থাকেন। পুলিশ প্রথমে এ ব্যাপারে তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এ ছাড়াও পুলিশ তাৎক্ষণিক তদন্তে

ওই গৃহবধূর অভিযোগের কোনো সত্যতা পায়নি। এ অবস্থায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে যে ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন সেই ঘরের একটি খোলা জানালা দিয়ে এএসআই আকুব্বর ওই নারীর সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলিয়ে দিতে সক্ষম হন। ওসি তাৎক্ষণিক ওই নারীকে আশ্বাস দেন যে, যাকে তিনি আটকের দাবি করছেন তাকে অবিলম্বে আটক করা হবে। ওসি এভাবে ওই নারীকে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করেন। পরে তাকে থানায় আনা হয়। ওসি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীর আচরণ সন্তোষজনক নয় বলে এলাকাবাসী জানিয়েছে। এমনকি তার স্বামীও

জানিয়েছেন যে, তার স্ত্রী জেদী প্রকৃতির। মেয়েটির স্থায়ী বাড়ি শহরের পিটিআই এলাকায়। ওই মহল্লায় তিনি কাঠের আড়তের শ্রমিক স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। ওসি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে সে আত্মহত্যায় সক্ষম হলে পুলিশ বড় ধরনের বিপদে পড়ত। এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ব্যক্তিকে সায়েমা আটকের দাবি করছিলেন, সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব। তারই জেরে তিনি একাজ করেন। এ ঘটনায় এএসআই আকুব্বর বাদী হয়ে পুলিশকে হয়রানি ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেরিনা তাবাসসুমের দ্বিতীয়বার আগা খান পুরস্কার জয়: শেখ হাসিনার আমলে নির্মিত অসাধারণ স্থাপত্যের স্বীকৃতি রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খানকা শরিফে উগ্রবাদীদের হামলা আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা-সমালোচনা “একদল ভিলেন” এর শাসনের চেয়ে একজন “এক নায়ক” এর শাসনই শ্রেয় ২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮, পুলিশ জানে না কিছু চীনের শীর্ষ ৫ নতুন অস্ত্র কী বার্তা দিচ্ছে? এবার ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প চীনের শীর্ষ ৫ নতুন অস্ত্র কী বার্তা দিচ্ছে? জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে যা বলল বিএনপি নেপালের মুখোমুখি হওয়ার আগে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট ‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’ ৫ বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, নিহত ১ নুরা পাগলের কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা মনপুরায় শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা