ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের
ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক
ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী গ্রেপ্তার
শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
এক মাদক ব্যবসায়ির হাতে আরেক মাদক ব্যবসায়ি খুন
মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মোবারক হোসেন (১৮) নামের এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের খালাতো ভাই রবিউল ইসলাম বলেন, তাঁরা শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ভাসমানভাবে থাকেন। মোবারকের কাছে মাদক বিক্রির পাঁচ হাজার টাকা পেতেন নবী নামের এক যুবক। ওই টাকা না পেয়ে নবীর নির্দেশে রাতুল, রাজুসহ কয়েকজন মোবারককে ধরে শিশুপার্কের পাশে নিয়ে যায়। একপর্যায়ে তাঁর দুই পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিউল আরও জানান, ঘটনার সময়
মোবারকের মুঠোফোনও নিয়ে যায় দুষ্কৃতকারীরা। মোবারক মুঠোফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা না শুনেই হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে মোবারকের পূর্বপরিচিত একজন বলেন, দুই পক্ষই শাহবাগ এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করত। ওই মাদক বিক্রির লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, নিহত মোবারক সিলেটের বাসিন্দা। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁর স্ত্রীর বাসা রামপুরার আফতাবনগরে হলেও মোবারক অধিকাংশ সময় শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত
করছে।
মোবারকের মুঠোফোনও নিয়ে যায় দুষ্কৃতকারীরা। মোবারক মুঠোফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা না শুনেই হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে মোবারকের পূর্বপরিচিত একজন বলেন, দুই পক্ষই শাহবাগ এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করত। ওই মাদক বিক্রির লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, নিহত মোবারক সিলেটের বাসিন্দা। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁর স্ত্রীর বাসা রামপুরার আফতাবনগরে হলেও মোবারক অধিকাংশ সময় শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত
করছে।



