ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫
     ১১:৩০ অপরাহ্ণ

ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১১:৩০ 75 ভিউ
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একে ‘লজ্জাজনক’ ও ‘নৈতিকভাবে দেউলিয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন। শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ‘এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নেতৃত্ব দাবি করে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। কিন্তু ভারত এক্ষেত্রে ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তখন ভারত শুধু নীরব নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় পরোক্ষ উৎসাহও দিচ্ছে। এটি

একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি। প্রিয়াঙ্কার বক্তব্যে উঠে আসে গাজায় চলমান সংকটের করুণ চিত্র। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবুও ভারত এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি- এটা অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানের মূলনীতির সঙ্গে এই অবস্থান সম্পূর্ণ সাংঘর্ষিক। অতীতে ভারত বারবার মানবতা ও ন্যায়ের পক্ষে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজ সেই ঐতিহ্য থেকে করুণভাবে সরে এসেছে। প্রিয়াঙ্কা মনে করেন, একটি বিভক্ত বিশ্বে ভারতের উচিত ছিল সত্য, শান্তি ও অহিংসার পক্ষে সাহসের সঙ্গে অবস্থান

নেওয়া। উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। ১৪৯টি দেশ এর পক্ষে ভোট দিলেও ভারতসহ ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে। আর বিপক্ষে ভোট দেয় ১২টি দেশ। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধী দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। গত বছর সংসদ অধিবেশনে তাকে ‘Palestine’ লেখা একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে ছিল ফিলিস্তিনি প্রতীক তরমুজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের ক্ষমা চাইলেন আমির হামজা খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’? হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা রঙ বদলের মানুষেরা! নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা? কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন