কুমিল্লা সিটিতে ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ হয়নি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫
     ১০:২২ অপরাহ্ণ

কুমিল্লা সিটিতে ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ১০:২২ 56 ভিউ
কুমিল্লা সিটি কর্পোরশনে ঘোষিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়নি। নগর কর্তৃপক্ষ কুরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য ১২ ঘণ্টা সময়সীমা নির্ধারণ করেছিল। রোববার দুপুরেও নগরীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর বর্জ্য দেখা গেছে। বর্জ্য এবং ময়লা আবর্জনা পড়ে আছে রাস্তার উপর। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে নাগরিক দুর্ভোগ। নগর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুরবানি পশু জবাইয়ের ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব ধরনের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন। নগরবাসীকে বর্জ্য সংরক্ষণের জন্য প্লাস্টিক বস্তা সরবরাহ করা হয়। নাগরিকরা যথা নিয়মে নির্ধারিত স্থানে পশুর বর্জ্য জমা করেন। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা ঘোষিত সময়ের মধ্যে

তা অপসারণ করেনি। এতে নগরীর বিভিন্ন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে এসব বর্জ্যে কুকুর এবং পোকা মাকড় বসে পরিবেশ দূষণ করছে। নগর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার দুপুরে নগরীর দিগাম্বরী, ফয়জুন্নেসা স্কুলের সামনে পুরাতন চৌধুরীপাড়া, চর্থা, মদিনা মসজিদ সড়কে গিয়ে বর্জ্যের স্তূপ দেখা গেছে। নগরীর দিগাম্বরীতলা এলাকার বাসিন্দা বিপ্লব হোসেন বলেন, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে নগর কর্তৃপক্ষ কথা রাখেনি। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও বর্জ্য পড়ে আছে। একই এলাকার বাসিন্দা মমিনুল হক বলেন, এখনো রাস্তার পাশে বর্জ্য পড়ে আছে। কুকুর বিড়াল এগুলো চাটছে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে তেমনি পরিবেশ নষ্ট হচ্ছে। এটা একটা চরম যন্ত্রণাদায়ক বিষয়।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেনি। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা দরকার। কুসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, নগরীর সব ধরনের বর্জ্য যথা সময়ে অপসারণ করা হয়েছে। নতুন করে বর্জ্য ফেলে কয়েকটি পয়েন্টে পরিবেশ নোংরা করা হয়েছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এসব বর্জ্য তুলে নিয়েছি। তারপরও কোথাও বর্জ্য থাকলে রাতের মধ্যে তা অপসারণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তাহের: জামায়াতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ড. ইউনূসের সজীব ওয়াজেদ জয়: একমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশে স্থিতিশীলতা বয়ে আনতে পারে একদিকে তীব্র আমদানি সংকট, অন্যদিকে অলস পড়ে রয়েছে ডলার সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে হোয়াইট হাউজের ইস্ট উইং ফরিদপুরে ‘ইসলাম পরিপন্থী’ আখ্যায় ঐতিহ্যবাহী বিচারগানের আসর বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে ক্ষোভ ‘তোমার রব কে?’ প্রশ্নের উত্তর না দেওয়ায় দাদির শিরশ্ছেদ করল উগ্রবাদী নাতি গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ জি এম কাদের: ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ছাত্রলীগ সন্দেহে এসআই-এর মোবাইল-ল্যাপটপ জব্দের ঘটনায় এসপি-ওসিসহ তিনজনের নামে মামলা সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন কার্নিশে ঝুলে থাকা গুলিবিদ্ধ সেই আমির বুয়েটের শ্রীশান্তের জামিন নামঞ্জুর এখন সময় বেগুনের… পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল পাবনার ফরিদপুরে চায়না দুয়ারী জাল জব্দ করে পোড়ানো হল জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু নির্যাতনে ক্ষতবিক্ষত আরও ৩০ ফিলিস্তিনির দেহ ফেরত দিলো ইসরায়েল