কুমিল্লায় সিন্ডিকেটের কবলে চামড়া, ভারতে পাচারের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




কুমিল্লায় সিন্ডিকেটের কবলে চামড়া, ভারতে পাচারের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ৬:২২ 37 ভিউ
কুমিল্লায় চামড়া কিনে বেকায়দায় পড়েছে মৌসুমী ফরিয়া ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মুল্যে চামড়া বিক্রি করতে না পেরে জেলার শতাধিক ফড়িয়া ব্যবসায়ী অনেকটা বিপাকে পড়েছেন। আড়তদার এবং পাইকারি সিন্ডিকেটের খপ্পরে পড়ে পুঁজি হারানোর আশঙ্কা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে সরকার নির্ধারিত মূল্য না পেলে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কা করছেন ফরিয়ারা। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত মুল্যে পশুর চামড়া ক্রয় করছেনা আড়তদার সিন্ডিকেট। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাহিরে লবণযুক্ত প্রতিটি গরুর চামড়া ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। কুমিল্লায় সরকার নির্ধারিত এ মূল্যে চামড়া ক্রয় করছে না আড়তদাররা। এতে চরম বেকায়দায় পড়েছে কয়েকশ মৌসুমী

ব্যবসায়ী। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পয়েন্টে পয়েন্টে চামড়া স্তূপ করে রেখেছে ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। লবণ মেখে চামড়া গুলো বিক্রয়ের উপযোগী করে অপেক্ষা করছে কখন দাম বাড়বে। এদিকে আড়তদার এবং পাইকারি সিন্ডিকেট মৌসুমী ব্যবসায়ীদের ফাঁদে ফেলে কম মুল্যে চামড়া ক্রয়ের পাঁয়তারা করছে। অর্থাৎ এখানে চলছে ইঁদুর বিড়ালের খেলা। মাঝখানে অনেক ফরিয়া ব্যবসায়ী পুঁজি হারানোর আশঙ্কা করছে। তবে জেলা পর্যায়ে মনিটরিং সেল এবং নিয়ন্ত্রণকারী সংস্থা না থাকায় হার-জিতের বিস্তর তফাৎ হয়ে যাচ্ছে। এদিকে জেলায় একটি চক্র কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের পায়তারা করছে। এসব চক্রের সঙ্গে আড়তদার এবং পাইকারি সিন্ডিকেট জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। জেলার দেবিদ্বার উপজেলা

সদরের মৌসুমী ফরিয়া ব্যবসায়ী আব্দুল হালিম মিয়া বলেন, সরকার নির্ধারিত মুল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ৪৮২টি চামড়া কিনেছি। কিন্তু এখন দেখি আড়তদার এবং পাইকাররা ক্রয় মুল্য থেকে কম দাম হাঁকাচ্ছে। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মৌসুমী ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, ৫শ-৮শ টাকার মধ্যে ৩২০টি চামড়া কিনেছি। এসব চামড়ায় লবণ মেখে বিক্রয়ের অপেক্ষা করছি। কিন্তু আড়তদার সিন্ডিকেট আমাদেরকে বেকায়দায় ফেলে ক্রয় মূল্যের কমে চামড়া গুলো নিতে চায়। আমরা সরকারি ঘোষণা অনুযায়ী চামড়া কিনে এখন বিপদে পড়েছি। তাছাড়া আমরা চাইলেও ট্যানারি শিল্প মালিকদের কাছে সরাসরি বিক্রি করতে পারছি না। নগরীর সুজানগর এলাকার ফড়িয়া ব্যবসায়ী কলিম উল্লাহ বলেন, একদিকে মূল্য

কম দিয়ে সিন্ডিকেট সদস্যরা চামড়াগুলো নিয়ে যেতে চাচ্ছে। অন্যদিকে একটি চক্র এসব চামড়া পাচারের জন্য পায়তারা করছে। প্রশাসন এসব বিষয়ে যথাযথভাবে নজরদারি না করলে মূল্যবান চামড়া পাচার হয়ে যাবে। এদিকে গত ৬ জুন জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা পরিদর্শন করে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, এবার চামড়া পাচার প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিয়েছি। কোরবানির পশুর চামড়া যেন দেশের বাইরে যেতে না পারে সে লক্ষ্যে সীমান্তে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া বিমানে যান্ত্রিক ত্রুটি বাড়ছে, ১৫ দিনে চার ফ্লাইটে ত্রুটি ৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর এবার ভুয়া থানার সন্ধান! আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ রাজধানীতে পার্কিং করা প্রাইভেটকারে দুই লাশ ১৫ শতাংশ রাজস্বের বিনিময়ে চীনে চিপ রপ্তানির অনুমতি পেল এনভিডিয়া ও এএমডি ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী আবারও পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন, এ নিয়ে ১২০ বার ট্রাম্পের শুল্কের প্রতিবাদ: ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক