আদালতের রুল জারিকে ‘আংশিক বিজয়’ দাবি ফারুকের – ইউ এস বাংলা নিউজ




আদালতের রুল জারিকে ‘আংশিক বিজয়’ দাবি ফারুকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৮:২৪ 54 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে অপসারণ এবং নতুন সভাপতি নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। আজ (মঙ্গলবার) আদালত সে রিটের শুনানির পর ফারুকের মনোনয়ন বাতিল এবং আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এই রুলের খবর পেয়ে দেশের একটি গণমাধ্যমকে ফারুক বলেছেন, ‘এটা আমার জন্য আংশিক বিজয়।’ এদিকে রুল জারি করলেও বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। প্রসঙ্গত, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে আগমন ঘটে ফারুকের।

পরে পরিচালকদের ভোটে গেল আগস্টে সভাপতি নির্বাচিত হন তিনি। তবে গত ২৯ মে আচমকা বোর্ড পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে দেয় এনএসসি। যার ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদও হাতছাড়া হয় তার। পরদিন শুক্রবার (৩০ মে) ফারুকের মতোই আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। এরপর পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। সভাপতি পদ হারিয়ে ক্ষুব্ধ ফারুক পরে এনএসসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানির পরই আজ রুলসহ আদেশ দিয়েছেন আদালত। আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। এনএসসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক

আর হক, বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম শুনানিতে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু