সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন – ইউ এস বাংলা নিউজ




সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৮:১৩ 48 ভিউ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। মামলায় এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আইন অনুযায়ী আলাদাভাবে চলবে এবং তার রায় স্থগিত রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের

ছেলে নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)। মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার এক স্কুলছাত্রী সকালবেলা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে গভীর রাতে উপজেলার পুরাতন বন্দরপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তরা কৌশলে তাকে ওই স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আটোয়ারি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালত ছয়জনকে যাবজ্জীবন সশ্রম

কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারে কারাদণ্ড দিয়েছেন। মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারক কার্য চলমান রয়েছে। তিনি আরও বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। আদালতের এ রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ রায় সমাজে একটি বার্তা দেবে যে, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কেউ ছাড় পাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৃষ্টির অজুহাতে কাঁচা মরিচের কেজি এক লাফে ৩০০, চড়া সবজির দামও ভিয়েতনামে উল্টে গেল স্লিপার বাস, নিহত ১০ ভারতে মেডিকেল ছাত্রীর আত্মহনন, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ মার্কিন শুল্কনীতির প্রভাবে কমতে পারে দেশের জিডিপি প্রবৃদ্ধি ‘বাংলাদেশ সংস্কারে এগোলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি’ ইরানের আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৬ কুবির ৪৭১ কোটির জমি প্রকল্পে দুর্নীতি, অনুসন্ধানে দুদক ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান, প্রেমিক-প্রেমিকা নিহত ভারতে নিষিদ্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম পাকিস্তানে টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী ভারত ‘দক্ষিণ এশিয়ার ইসরাইলে’ পরিণত হয়েছে: সাদিক কায়েম ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা তুরস্কে মুসলিম ব্রাদারহুডের সদস্য আটক, মিশরের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত