দক্ষিণাঞ্চলের এক এক্সপ্রেসওয়ের টাকাও গোটা রংপুর বিভাগে দেওয়া হতো না: সারজিস – ইউ এস বাংলা নিউজ




দক্ষিণাঞ্চলের এক এক্সপ্রেসওয়ের টাকাও গোটা রংপুর বিভাগে দেওয়া হতো না: সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৩৭ 47 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, উত্তরাঞ্চলে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। বিগত ১৬ বছরে উত্তরাঞ্চলকে সব সময় সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরল উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন এবং বকুল তলা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারজিস বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায়

কী সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। এনসিপির এই নেতা বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরতে হবে। আমরা বিগত সরকারের সময়ে রাজনৈতিক যে চর্চা হয়েছে সেখানে দেখেছি নেতারা নির্বাচনের কয়েকদিন আগে ভোট চাইতে আপনাদের কাছে আসে নির্বাচনের পরের পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কী চায়? রাস্তাঘাটগুলোর কী অবস্থা? হাসপাতালে খালি বিল্ডিং আছে, না

ডাক্তারও আছে? থানায় ভালো পুলিশ কর্মকর্তারা আছে, না থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তারা আছে? সারজিস বলেন, আমরা দেখতে এসেছি ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে, তারা সেই প্রাপ্য সেবাগুলো পায় কি না? নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়? আমরা দেখতে এসেছি সাধারণ জনগণ কোন নির্দিষ্ট চাঁদাবাজের হাতে জিম্মি কি না? যতি কোন চাঁদাবাজ সাধারণ মানুষকে জিম্মি করতে চায় আমরা তাদের বিপক্ষে দাড়িয়ে যাবো। একটা উপজেলায় এবং জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে? আমরা বিশ্বাস করি, সে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাবান কেউ নয়। শেখ হাসিনার যদি পতন হতে পারে,

তাহলে প্রত্যেকটি জেলা এবং উপজেলার ২-৪ জন ছেচড়া চাঁদাবাজেরও পতন সম্ভব। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, লিওন, সাদিয়া ফারজানা, আরিফ মুন, রেজাউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক একরামুল হক আবির, সদস্য সচিব অন্তু খান, সদস্য ফয়সাল, মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলার ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, মনিরুল ইসলাম মন্টু, মোকাম্মেল, রেজওয়ান পারভেজ, আলী আহসান মুজাহিদ, জিসান আহমেদ, মেহেদী হাসান, আতিকুর রহমান রিফাত, রাহিনুর ইসলাম রাহিন, সাকিব ইসলাম, সোহাগ ইসলাম, আবু সাঈদ, সাব্বির হোসেন শিশির, এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় পথসভায় বক্তব্য

রাখেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিরলের বকুলতলা মোড়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিরল উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব ডেঙ্গুতে দেশে রেকর্ড মৃত্যু সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে যেসব জেলায় রাতেই ঝড় হতে পারে ‘আ.লীগ ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ বিষয়ে যা জানাল ডিএমপি সংকটের দায় কাঁধে চাপাতেই কি প্রথমবার নারী প্রধানমন্ত্রী বেছে নিচ্ছে জাপান? ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় কখন শুরু হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন ১৩ মাসেও শেষ হয়নি শেখ হাসিনার চালের মজুদ: বস্তা দেখে বিরক্ত হয়ে চলে গেলেন ইউএনও ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক সড়কের কাজ কাগজে, বাস্তবে নেই দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি আজ রাবিতে পোষ্য কোটা স্থগিত ৫ দিনে মূলধন কমেছে দুই হাজার ৬৬১ কোটি টাকা ঋণ দিয়ে ২১৩ কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান সময় বদলে দেদার চলছে রাজধানীর সিসা বার প্রকল্পে অপচয়ের উৎসব বাড়ল স্বর্ণের দাম