ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:০৯ 17 ভিউ
কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার ( ২২ মে) রাত ৮ টা ২০ মিনিটের দিকে তার মুঠোফোনে কল করে এ হুমকি দেন অজ্ঞাত দুর্বৃত্ত। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসয়ী আশরাফুল আলম (৩৮)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, গত বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের দিকে কাঠের ব্যবসায়ী আশরাফুল আলমের মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি কল দেন।

ফোনে অজ্ঞাত ব্যক্তি বলেন, '২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি, যদি না দিস তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে। ' এর আগে গত ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে প্রথমে কল দেওয়া হয়েছিল। সেদিন কলে অজ্ঞাত ব্যক্তি বলেন, 'আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যেকোন জায়গায় পড়িয়া থাকিবে।' শুক্রবার (২৩ মে) সকালে ফোনে ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ফোনে অজ্ঞাত ব্যক্তি বার বার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। থানায় লিখিত অভিযোগ করেছি। তার ভাষ্য, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা

ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে জানতে ওই ফোন নম্বরে কল দেওয়া হয়। ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। লিখিত অভিযোগের কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে সনাক্ত করে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার পুরুষের প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার: লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি সিদ্ধিরগঞ্জে ৯ পশুর হাট অনুমোদন রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ গাজাবাসীদের প্রতি ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ নেতানিয়াহুর সবজির বাজারে স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংসের দাম আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি ছাত্র-তরুণদের এক-এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না: ইকবাল করিম পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া