পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত – ইউ এস বাংলা নিউজ




পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:০৪ 23 ভিউ
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অন্য পক্ষের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে সফু (৪০)। তিনি আব্বাসনগর গ্রামের মৃত তারাব উদ্দিনের ছেলে। স্থানীয় একটি স মিলে কাঠ কাঁটার কাজ করতেন সফু। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) আসন্ন ঈদ উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড পাঠান। তার কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে থাকে। দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানানোর সময় একই রাজনৈতিক দলের প্রতিপক্ষরা বাধা দেন। হামিদুর

রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে লিখিতভাবে জানান। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। রাত সাড়ে ৮টার দিকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে এক দল লোক আব্বাসনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা আব্বাসনগর বাজারেও হামলা ও ভাঙচুর করে। হামলায় হামিদুর রহমানের ভাতিজা সফু প্রাণ হারান। এ সময় আরও অন্তত ছয়জন আহত হন। মৃতের স্বজনদের অভিযোগ, মোটরসাইকেল ও একটি পিকআপে করে দেশিয় অস্ত্র নিয়ে এসে হামলা চালানো হয়। একপর্যায়ে তারা গুলি ছোঁড়ে। পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সফু মারা যান। হামিদুর রহমানের ভাতিজা শাকিল বলেন, ‘বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানাতে গেলে কিছু লোকজন বাধা দেয়। তারা আমাদের ৪০টি

বেলবোর্ড ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ দেই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে আমাদের বাড়িঘরে হামলা ও আমার চাচাতো ভাই সফুকে গুলি করে হত্যা করা হয়।’ দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে কি না তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার পুরুষের প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার: লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি সিদ্ধিরগঞ্জে ৯ পশুর হাট অনুমোদন রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ গাজাবাসীদের প্রতি ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ নেতানিয়াহুর সবজির বাজারে স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংসের দাম আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি ছাত্র-তরুণদের এক-এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না: ইকবাল করিম পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া