শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
     ১০:৩৯ অপরাহ্ণ

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ১০:৩৯ 97 ভিউ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ মে (রোববার) আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু। সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান এবং সার্চ কমিটির সদস্য-সচিব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে সার্চ

কমিটি গঠন করা হয়। ১৮ মে সাদা দলের সার্চ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্চ কমিটির সভায় নতুন এ কমিটি সোমবার (১৯ মার্চ) ঘোষণা করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সদস্যরা হলেন- সহ-সভাপতি কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান সরকার, এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ কৃষি পরিসংখান বিভাগের প্রফেসর আব্দুল লতিফ। যুগ্ম কোষাধ্যক্ষ কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আব্দুলাহেল বাকী। যুগ্ম সাংগঠনিক সম্পাদক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর

ড. খাদিজা আক্তার। প্রচার সম্পাদক উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হুমায়ুন কবির। যুগ্ম প্রচার সম্পাদক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এসএম মিজানুর রহমান। কমিটির সদস্যরা হলেন- কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রজব আলী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর নুরউদ্দীন মিয়া, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. আব্দুর রহিম, এনিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জাহিদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র