যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৫:৪৭ 54 ভিউ
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যেন নিজেদের দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসে — এমনকি তারা নৈশভোজেও বসতে পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, উপসাগরীয় তিনটি দেশে সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সৌদি আরবে রয়েছেন। রাজধানী রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম— ‘বন্ধুরা, চলো একটা সমঝোতায় আসি। বাণিজ্য করি। পরমাণু ক্ষেপণাস্ত্র নয়, বরং তোমরা যেসব সুন্দর জিনিস তৈরি করো, তা (বাণিজ্যের মাধ্যমে) বিনিময়

করো’।” অবশ্য তিনি ভারত বা পাকিস্তানের কোন নেতাকে বা কার সঙ্গে এবং কখন এই কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সঙ্গে সৌদি আরবে রয়েছেন। ট্রাম্প বলেন, “ওরা (ভারত ও পাকিস্তান) এখন আসলে ঠিকঠাক চলছে। হতে পারে, আমরা এমন কিছু করব যেন তারা একসঙ্গে নৈশভোজেও বসে।” ওয়াশিংটনে এ বিষয়ে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তিনি বলেন, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে এই সপ্তাহান্তে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে শান্তির পথ বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানাই। এখন আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা।” ভারতের অভিযোগ অনুযায়ী পাকিস্তান সন্ত্রাসবাদে জড়িত কি না — এমন প্রশ্নে

পিগট কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, “আমরা সবসময়ই সরাসরি সংলাপকে উৎসাহ দিয়ে আসছি। প্রেসিডেন্টও এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন।” পাকিস্তান মূলত ভারতের এই অভিযোগগুলো বরাবরই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এবং বলে থাকে, ভারত এসব অভিযোগ তুলে বরং নিজেই আগ্রাসী নীতি পরিচালনা করে। এক সাংবাদিক জানতে চান, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্বীকৃতি জানিয়েছে — এতে যুক্তরাষ্ট্র কী হতাশ? জবাবে পিগট বলেন, “আমি এই বিষয়ে অনুমাননির্ভর কিছু বলব না। তবে আমরা যা বলতে পারি, তা হলো আমরা সরাসরি যোগাযোগের পক্ষেই থাকছি।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র হতাশ কিনা, জানতে চাইলে তিনি প্রত্যক্ষভাবে কোনও সমালোচনা না করে বলেন, “আমরা যেটা দেখে খুশি, সেটা

হলো একটি যুদ্ধবিরতি হয়েছে — এবং সেটাই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মির সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে তার কি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত? — এমন প্রশ্নের জবাবে পিগট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে, তিনি একজন সমঝোতাকারী। তার লক্ষ্য যেখানে সম্ভব, সেখানেই সংকটের সমাধান করা। তিনি প্রস্তুত সহায়তা করতে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি জাতিসংঘে ট্রাম্পের বক্তৃতার সময় ‘নাশকতার’ অভিযোগ: তদন্তের দাবি জেএফকের মতোই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে ‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী