ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শ্রীনগরের জঙ্গিদের থেকে জব্দকৃত অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদে বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৯
ট্রাম্পের চেষ্টায়ও থামছে না ইউক্রেন যুদ্ধ, পুতিন আসলে কী চান
যুক্তরাষ্ট্রের ‘গাজা পরিকল্পনা’র মধ্যেই জাতিসংঘে রাশিয়ার পাল্টা প্রস্তাব
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী
দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের
মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার নিজ শহরে মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে দুতের্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন।
দুতের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’ এ হাজার হাজার মানুষ নিহত হয়। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন অভিযোগে গ্রেফতার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতের্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইন পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি
আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতের্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতের্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’। দুতের্তের পুরনো ফেইসবুক একাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতের্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইন পুলিশ তাকে গ্রেফতার করার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইন পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করে তারা। দুতের্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার
আইনজীবীরা দুতের্তের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেফতারে দাভাও ও এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অপরজন দাভাওয়ের উপ-মেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, ইনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।
আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতের্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতের্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’। দুতের্তের পুরনো ফেইসবুক একাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতের্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইন পুলিশ তাকে গ্রেফতার করার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইন পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করে তারা। দুতের্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার
আইনজীবীরা দুতের্তের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেফতারে দাভাও ও এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অপরজন দাভাওয়ের উপ-মেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, ইনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।



