মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ৪:৫১ 34 ভিউ
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার নিজ শহরে মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে দুতের্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন। দুতের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’ এ হাজার হাজার মানুষ নিহত হয়। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন অভিযোগে গ্রেফতার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতের্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইন পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি

আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতের্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতের্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’। দুতের্তের পুরনো ফেইসবুক একাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতের্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইন পুলিশ তাকে গ্রেফতার করার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইন পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করে তারা। দুতের্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার

আইনজীবীরা দুতের্তের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেফতারে দাভাও ও এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অপরজন দাভাওয়ের উপ-মেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, ইনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স ‘৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ’ সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি ‘সুইচ অফ দিজ ইজ অফ’ বলা সেই চেয়ারম্যান গ্রেফতার পশ্চিমতীরে আরও বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ ‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’ ‘গুরুতর’ দুই অভিযোগে বরখাস্ত গণপূর্তের দেবতোষ দেব দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার জামায়াত-এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ‘আমাকে বাঁচাও’ লিখে প্রেমিকার মেসেজ, এরপরই মিলল মরদেহ মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬