পিয়াল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
     ১০:০১ অপরাহ্ণ

পিয়াল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১০:০১ 90 ভিউ
বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক আজগর আলী পিয়ালকে হত্যা ও লাশ গুমের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অপরজনকে খালাস দেওয়া হয়েছে। বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি এমএকে ফজলুল হক এ তথ্য দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের দুলু খাঁর ছেলে আবু রাশেদ সিদ্দিকী রাশেদ ও একই গ্রামের মৃত জমির শেখের ছেলে মো. হান্নান। তাদের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসির রশি দিয়ে ঝুলিয়ে রেখে

মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এ দুইজনকে ৩৭৯ ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ উন নবী মুন্নাকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর আসামি একই এলাকার মৃত একরাম আলীর ছেলে মো. রেজাউলকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মহিদুল ইসলাম খোকার ছেলে আজগর আলী পিয়াল গত ২০২০ সালের ২১ মার্চ বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরদিন সদর থানায় জিডি করা হয়। ২৮ মার্চ বিকালে শহরতলির বড় কুমিড়ার ইসমাইল হোসেনের কবরের ওপর পিয়ালের গলিত

মৃতদেহ দেখতে পাওয়া যায়। এর প্রায় ৫০ ফুট পূর্বে মাথার খুলি পড়ে ছিল। লাশ শনাক্তের পর নিহতের বাবা মহিদুল ইসলাম খোকা ২৯ মার্চ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অটো রিকশাসহ অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত সন্দেহে আসামি আবু রাশেদ সিদ্দিকী রাশেদ ও মো. হান্নানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পিয়ালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এ হত্যার দায় স্বীকার করে তারা জানান, অটোরিকশা ছিনিয়ে নিতে নেশার প্রলোভনে ২১ মার্চ রাতে পিয়ালকে বড় কুমিড়া গ্রামে বিএড কলেজের পেছনে বাঁশবাগানে নিয়ে যান। নেশা করার পর তারা ইট দিয়ে পিয়ালের মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে তারা

লাশ পাশের কবরে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। রাতেই রিকশাটি বিক্রির জন্য দিনাজপুরের ঘোড়াঘাটের নয়পাড়ায় মোহাম্মদ উন নবী মুন্নার কাছে রেখে আসেন। পরে রিকশাটি একই এলাকার রেজাউল ক্রয় করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এমএকে ফজলুল হক, আসামিপক্ষে অ্যাডভোকেট আবু রায়হান, শওকত মনিরুল ও আজাদ হোসেন তালুকদার মামলা পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা তুলসি গ্যাবার্ডের ঘোষনা ‘ওয়াশিংটনের পুরানো রেজিম চেঞ্জের যুগ শেষ’ অপসো স্যালাইনের প্রায় ৬শ শ্রমিক ছাঁটাই: পোশাক খাতের পর খড়গ এবার ওষুধ শিল্পের ওপর বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি ১ কোটি টাকায় বিক্রি হতে পারে সরকারি চাকরি: নতুন প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের উত্থানে তীব্র উদ্বেগ, প্রতিবাদে নামার আহ্বান হাসান জাহিদের প্রশ্নফাঁস ইস্যুতে সরকারকে কড়া সমালোচনা, যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্যতার দাবি মালয়েশিয়ায় কর্মী রফতানিতে চরম ধস: শেখ হাসিনার আমলে ৩.৫ লাখের বিপরীতে ইউনুসের সময়ে গেলেন মাত্র ২,৬৭০ জন পর্দার আড়ালে দরকষাকষি: শর্ত নতুন সংবিধান প্রণয়ন জাতীয় চার নেতার অবদান ও জেলহত্যা দিবস নিয়ে স্মৃতিচারণ বিটিএমএ সভাপতি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল উন্মাদের মতো কথা বলেন গয়েশ্বরের হুঁশিয়ারি: বিএনপি মাঠে নামলে ইউনূস সরকার টিকবে কিনা সন্দেহ ঘরের কাজ করতে হলে যুবদলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে দেশের ৫১২ রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: মাদক-অস্ত্র পাচারের সহজ পথ ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজের গোপন মজুদ! ইউএনডিপি-কে নির্বাচন সহায়তা স্থগিতের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের নিরপেক্ষতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শীত কবে আসছে, জানাল আবহাওয়া অফিস নানা সংকটে রিক্রুটিং এজেন্সি, হুমকির মুখে শ্রম রপ্তানি খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১