কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪ – ইউ এস বাংলা নিউজ




কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৯:২৮ 5 ভিউ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, ১৪ জনের লাশ এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগুনের ঘটনার পরপরই রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেন। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর

নজরদারি করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, আমি রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে উদ্ধার, তাদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান। এছাড়াও, ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করার জন্য অগ্নি নিরাপত্তা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং কঠোর পর্যবেক্ষণের আবেদন করেন। ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না কর্পোরেশন কী করছে। নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪ আজকের খেলা: ৩০ এপ্রিল ২০২৫ ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত! সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই: বিএনপি ডায়েরিতে বাবার ছবি আঁকতেন লামিয়া, লিখেছেন নিজের স্বপ্নের কথা ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের সম্পর্ক আরও গভীর করতে জাপান-ফিলিপাইনের অঙ্গীকার বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর গাড়ির জ্বালানি বরাদ্দ দ্বিগুন পেলেন ঐকমত্য কমিশন সদস্যরা শিক্ষা কার্যক্রম ব্যাহত উদ্বিগ্ন অভিভাবকরা সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ অভিনব জালিয়াতি ঋণের নামে পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি খসড়া অধ্যাদেশ নিয়ে দুই ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম