৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কী অর্জন করতে চাইছেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কী অর্জন করতে চাইছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 74 ভিউ
যুদ্ধবিরতি শান্তি নিশ্চিতের একটি প্রকৃত প্রচেষ্টা না কেবলই লোকদেখানো? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এখন এমন প্রশ্ন তুলছেন অনেকেই। সম্প্রতি ক্রেমলিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রথমে পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। এবং এটিকে ‘মানবিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আর এখন তিনি নতুন করে মে মাসের শুরুতে একতরফা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যা ৮ মে থেকে ১০ মে পর্যন্ত স্থায়ী হবে। আর এটি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে। যুদ্ধবিরতি ইস্যুতে ক্রেমলিন এক বিবৃতিতে বলছে, ৭২ ঘণ্টার জন্য সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। এটি ‘মানবিক’ বিবেচনায় করা হচ্ছে। বিবৃতিতে মস্কো ইউক্রেনকে এই

যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। মস্কোর এমন প্রস্তাবের জবাবে ইউক্রেন পাল্টা প্রশ্ন তুলে বলছে, রাশিয়া কেন অবিলম্বে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে না। এ ব্যাপারে কিয়েভ কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘যদি রাশিয়া সত্যিই শান্তি চায়, তাহলে তাদের অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। ৮ মে পর্যন্ত অপেক্ষা কেন?’ এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনে সত্যিই কি যুদ্ধ বন্ধে আন্তরিক রুশ প্রেসিডেন্ট। নাকি কেবল ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করার জন্যই লোকদেখানো এ পদক্ষেপ তার। অবশ্য পূর্বের ইস্টার যুদ্ধবিরতির সময়, ইউক্রেন রাশিয়ান সেনাদের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল। তাই মস্কোর ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণাকে হোয়াইট হাউসকে

বার্তা দেওয়ার কারণ হিসেবেই দেখা হচ্ছে। যাতে দেখানো যায়- এই যুদ্ধে রাশিয়া শান্তি প্রতিষ্ঠাকারী এবং কিয়েভ আক্রমণকারী। অবশ্য পুতিনের ওপর সম্প্রতি কিছুটা নাখোশ হয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে ইউক্রেনের বেসামরিক এলাকা, শহর এবং শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনও কারণ ছিল না। এটা আমাকে ভাবতে বাধ্য করে হয়তো তিনি (পুতিন) যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকেই সাহায্য করছেন। এটি এখন 'ব্যাংকিং' বা 'সেকেন্ডারি নিষেধাজ্ঞা'র মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? কারণ অনেক মানুষ মারা যাচ্ছে!’ ট্রাম্পের এমন পোস্টের পরই ৩ দিনের যুদ্ধবিরতির কথা জানিয়েছেন পুতিন। যা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট

(ডোনাল্ড ট্রাম্প) স্পষ্ট করে দিয়েছেন যে তিনি হত্যাকাণ্ড বন্ধ করতে, রক্তপাত বন্ধ করতে প্রথমে একটি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চান। আর সেটি এখনো না হওয়ায় তিনি উভয় দেশের নেতাদের নিয়ে হতাশ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা বাংলাদেশে সহিংসতা প্রতিরোধে জরুরি ভিত্তিতে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানালেন ড. এ. কে. আব্দুল মোমেন শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার: মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর তীব্র নিন্দা ‘অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশে গঠিত ট্রাইব্যুনাল অবিলম্বে বন্ধের দাবি’ গত কিছুদিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি—বিশেষত অর্থ উপদেষ্টা—বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বারবার বলছেন যে দেশের ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে। শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু যুক্তরাষ্ট্র সফর শেষে খুদা বখশ চৌধুরীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি, আইনি এখতিয়ার বহির্ভূত ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’