‘লিপস্টিক অভ্যুত্থান’, ব্রাজিলীয় নারীর ১৪ বছরের কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫
     ১০:৫০ অপরাহ্ণ

‘লিপস্টিক অভ্যুত্থান’, ব্রাজিলীয় নারীর ১৪ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১০:৫০ 69 ভিউ
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দুই বছর আগে ঘটে যাওয়া এক দাঙ্গার সময় একটি মূর্তির গায়ে লিপস্টিক দিয়ে অপমানজনক বার্তা লেখার ঘটনায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ডেবোরা রদ্রিগেস নামের ওই নারী ২০২৩ সালের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শত শত সমর্থকের সঙ্গে ওই দাঙ্গায় অংশ নেন। দাঙ্গার সময় হাজার হাজার বোলসোনারো সমর্থক নির্বাচনে তার পরাজয়ের প্রতিবাদে সরকারি ভবনগুলোতে হামলা চালায়। ক্রিস্টিয়ানো জানিন নামে মামলার পাঁচ বিচারকের মধ্যে এক বিচারপতি উল্লেখ করেন, তাকে (ডেবোরা) কেবল গ্রাফিতি আঁকার জন্যই বিচার করা হয়নি; বরং একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেবোরা ওই সময় নব নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিউ

লুলা দ্য সিলভার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে চলমান এক বৃহত্তর তদন্তের অংশ হিসেবে গ্রেফতার হন। তার বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস, অপরাধী সংগঠনের সদস্যপদ এবং অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৩৯ বছর বয়সি এই হেয়ারড্রেসার আদালতে দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে বলেন, তিনি সুপ্রিম ফেডারেল কোর্টের বাইরে ন্যায়বিচারের একটি মূর্তির গায়ে ‘তুমি হারিয়ে ফেলেছো, বোকা’ লিখেছিলেন। তার সেই প্রতিবাদ-ই পরে ‘লিপস্টিক অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। তবে ডেবোরা দাবি করেন, তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। আদালতে তিনি বলেন, ‘আমি একজন সৎ নাগরিক। আমি প্রতিবাদে গিয়েছিলাম। তবে ভাবিনি যে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠবে। আমি জীবনে কখনো কোনো অবৈধ

কাজ করিনি’। ৩৯ বছর বয়সি এই এই নারীর আইনজীবীরা দাবি করেছেন, তিনি দাঙ্গার সময় কোনো ভবনের ভেতরে প্রবেশ করেননি এবং ‘ক্ষণিকের আবেগে’ কাজটি করেছেন। তিনি তার কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। মামলার রায়ে বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস বলেন, ডেবোরা ‘সচেতনভাবে এবং স্বেচ্ছায়’ সরকার উৎখাতের চেষ্টা করা বিক্ষোভকারীদের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। তিনি আরও জানান, ডেবোরা পুলিশের কাছে দেওয়া সাক্ষ্যে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এমনকি তার ফোনে বার্তা মুছে ফেলারও প্রমাণ পাওয়া গেছে, যা তথ্য লুকানোর চেষ্টা বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মামলাটি এখন বোলসোনারো সমর্থকদের প্রতিবাদের কেন্দ্রে পরিণত হয়েছে। তারা দাবি করছে, ডেবোরা রাজনৈতিক নির্যাতনের শিকার এবং সুপ্রিম কোর্ট খুব বেশি

ক্ষমতাশালী ও পক্ষপাতদুষ্ট হয়ে উঠেছে। এর আগে, ফেব্রুয়ারিতে ডেবোরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে মার্চে সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো নিজেও এক পোস্টে তার জন্য সাধারণ ক্ষমা দাবি করেন। এদিকে বোলসোনারো নিজেও অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি। এতে দোষী সাব্যস্ত হলে তার ৪০ বছরেরও বেশি সময় কারাদণ্ড হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা বাংলাদেশে সহিংসতা প্রতিরোধে জরুরি ভিত্তিতে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানালেন ড. এ. কে. আব্দুল মোমেন শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার: মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর তীব্র নিন্দা ‘অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশে গঠিত ট্রাইব্যুনাল অবিলম্বে বন্ধের দাবি’ গত কিছুদিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি—বিশেষত অর্থ উপদেষ্টা—বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বারবার বলছেন যে দেশের ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে। শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু যুক্তরাষ্ট্র সফর শেষে খুদা বখশ চৌধুরীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি, আইনি এখতিয়ার বহির্ভূত