প্রথম বিদেশ সফরে রোমে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




প্রথম বিদেশ সফরে রোমে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ৪:২৬ 39 ভিউ
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের অপ্রত্যাশিত প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। প্রয়াত পোপের সঙ্গে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না মার্কিন প্রেসিডেন্টের। পোপ ফ্রান্সিস অভিবাসীদের গণহারে বহিষ্কারের জন্য ট্রাম্পের স্বাক্ষরিত নীতির তীব্র সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য রোমে পৌঁছেছেন ট্রাম্প। শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকানে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন। বিশাল এই কূটনৈতিক সমাবেশে ১০ জন রাজাও উপস্থিত থাকবেন। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

আর সেটি হলে, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর প্রথমবারের মতো দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে পারে। যদিও জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার পর সামরিক বৈঠকের কারণে তিনি পোপের শেষকৃত্যে অংশ নিতে নাও যেতে পারেন। অন্যদিকে, ট্রাম্পের জন্য রোমে কোনও বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তিনি ‘কিছু লোকের’ সঙ্গে দেখা করবেন, যার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও রয়েছেন। তিনি আরও বলেছেন, ‘সত্যি বলতে, পোপের শেষকৃত্যে থাকাকালীন বৈঠক করা একটু অসম্মানজনক।’ এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও পোপের শেষকৃত্যে যোগ দেবেন। বাইডেন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক এবং ফ্রান্সিসের ঘনিষ্ঠ ছিলেন। তিনি স্বাধীনভাবে রোমে ভ্রমণ করবেন বলে

জানিয়েছে তার কার্যালয়। যদিও সাবেক প্রেসিডেন্টরা সাধারণত শেষকৃত্যের জন্য এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি ‘হাড় নেই, চাপ দেবেন না’ চবি শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম তেল খাতে আবার শক্তিশালী হতে পারবে সিরিয়া? কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের