জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা – ইউ এস বাংলা নিউজ




জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ৪:২৬ 6 ভিউ
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে। এবারও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার প্যানেল দুটি প্রার্থীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ'র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী। এছাড়া ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ উপস্থিত ছিলেন। এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন

বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল। তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেওয়া

হবে, তার সবগুলোই পূরণ করা হবে। মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ'র সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি। তিনি আরও বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করা হয়েছে। এবারের প্যানেলে বেশিরভাগই তরুণ। এক্ষেত্রে যারা ব্যবসায় আছে, ব্যবসা বোঝে এবং বিজিএমইএ-কে সময় দিতে পারবে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। ফোরামের প্যানেলে নির্বাচন করছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক রোজালিন ইসলাম। তিনি বলেন, অতীতে ফোরামের নেতৃত্বে সাধারণ

গার্মেন্টস মালিকদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সে কারণে ফোরামের সাথে যুক্ত হওয়া। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিজিএমইএ-সহ সবখানে কেমন নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাব বলে আশা করছি। নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ'র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)

ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরনের পোশাক পুড়িয়ে মিলল দুই কেজি সোনা ‘লিপস্টিক অভ্যুত্থান’, ব্রাজিলীয় নারীর ১৪ বছরের কারাদণ্ড সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতির মৃত্যু ‘২৬ জনের বদলে ২৬০০ মুসলিমকে হত্যা করব’, ভিডিওবার্তায় গো রক্ষা দলের সদস্য ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় আলোচনা শেষ, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য ভারতকে নিরপেক্ষ তদন্তে যোগ দেওয়ার প্রস্তাব পাকিস্তানের ইসরাইলের মতো ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতও চতুর্থ দফায় গড়াল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা গাজায় খাদ্য মজুত শেষ ভারত কি আসলেই পাকিস্তানে নদীর পানি প্রবাহ আটকাতে পারবে? মোদি যা বলে তাই করেন জয় শাহ: আফ্রিদি মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে? চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি দূষণ ও দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার