
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ইন্টারনেটের ব্যবহার কম উৎপাদনশীল খাতে

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চালু হলে কত খরচ পড়বে

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি

এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা

প্রতি ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ডে পৌঁছেছে ওপেনএআই

মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে
বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার এনেছে যার নাম ‘ব্লেন্ড’। এই ফিচার ব্যবহার করে আপনি আর আপনার বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যরা একসাথে একটি আলাদা রিলস ফিড দেখতে পারবেন। ব্লেন্ডে অংশ নিতে চাইলে আপনাকে বা আপনার বন্ধুকে ইনভাইট করতে হবে। এরপর প্রতিদিন নতুন নতুন ভিডিওর একটি আলাদা লিস্ট পাবেন।
মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি যোগাযোগ বাড়াতে চায়। পাশাপাশি, টিকটকের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। মেটা এখন নানা ধরনের আইনি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই নতুন ফিচার চালু করা হয়েছে।
ইনস্টাগ্রাম বলেছে, ‘ব্লেন্ড’ ব্যবহার করে আপনি এবং আপনার বন্ধুরা যে ধরনের রিলস পছন্দ করেন, তা একসাথে
দেখা যাবে। আবার নতুন নতুন কনটেন্ট একসাথে আবিষ্কার করার সুযোগও মিলবে। ‘ব্লেন্ড’ ব্যবহার করতে চাইলে আপনাকে প্রথমে প্রাইভেট বা গ্রুপ চ্যাট ওপেন করতে হবে। এরপর স্ক্রিনের ওপরে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ক্লিক করতে হবে। তারপর ‘ইনভাইট’ অপশনে গিয়ে যাদের চাইবেন তাদের ইনভাইট পাঠাতে হবে। অন্তত একজন ইনভাইট গ্রহণ করলেই ব্লেন্ড চালু হয়ে যাবে। যদি আপনি কোনও ব্লেন্ডে যুক্ত থাকেন, তাহলে প্রতিদিন নতুন রিলসের একটি বিশেষ তালিকা পাবেন যা চ্যাটের সবাইয়ের পছন্দ অনুযায়ী তৈরি হবে। যদি কেউ কোনও রিলসে রিয়াক্ট করে, তাহলে ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন আসবে। এতে চ্যাটে সহজেই কথা শুরু করা যাবে। চাইলে পরে আবার ওই চ্যাটে গিয়ে ‘ব্লেন্ড’ আইকন টিপে আপনার
শেয়ার করা ফিডে ফিরে যেতে পারবেন। যদি কখনও ব্লেন্ড থেকে বেরিয়ে যেতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে মেসেঞ্জার আইকন বা পেপার প্লেন আইকনে ক্লিক করতে হবে। তারপর যে চ্যাটে ব্লেন্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনের উপরের ডান পাশে থাকা ব্লেন্ড আইকন টিপে তিনটি ডটের মেনু থেকে ‘লিভ দিস ব্লেন্ড’ অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনি সেই ব্লেন্ড থেকে বেরিয়ে যাবেন। এই ফিচার চালুর সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখন মেটা বড় আইনি চাপে আছে। অন্যদিকে টিকটকের ভবিষ্যত এখনো অনিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এখনো চলছে, তবে যে কোন দিন বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানির সাথে একটা চুক্তির চেষ্টা
করছেন। ২ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তবে এখন সেই সময় আরও ৭৫ দিন বাড়ানো হয়েছে।
দেখা যাবে। আবার নতুন নতুন কনটেন্ট একসাথে আবিষ্কার করার সুযোগও মিলবে। ‘ব্লেন্ড’ ব্যবহার করতে চাইলে আপনাকে প্রথমে প্রাইভেট বা গ্রুপ চ্যাট ওপেন করতে হবে। এরপর স্ক্রিনের ওপরে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ক্লিক করতে হবে। তারপর ‘ইনভাইট’ অপশনে গিয়ে যাদের চাইবেন তাদের ইনভাইট পাঠাতে হবে। অন্তত একজন ইনভাইট গ্রহণ করলেই ব্লেন্ড চালু হয়ে যাবে। যদি আপনি কোনও ব্লেন্ডে যুক্ত থাকেন, তাহলে প্রতিদিন নতুন রিলসের একটি বিশেষ তালিকা পাবেন যা চ্যাটের সবাইয়ের পছন্দ অনুযায়ী তৈরি হবে। যদি কেউ কোনও রিলসে রিয়াক্ট করে, তাহলে ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন আসবে। এতে চ্যাটে সহজেই কথা শুরু করা যাবে। চাইলে পরে আবার ওই চ্যাটে গিয়ে ‘ব্লেন্ড’ আইকন টিপে আপনার
শেয়ার করা ফিডে ফিরে যেতে পারবেন। যদি কখনও ব্লেন্ড থেকে বেরিয়ে যেতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে মেসেঞ্জার আইকন বা পেপার প্লেন আইকনে ক্লিক করতে হবে। তারপর যে চ্যাটে ব্লেন্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনের উপরের ডান পাশে থাকা ব্লেন্ড আইকন টিপে তিনটি ডটের মেনু থেকে ‘লিভ দিস ব্লেন্ড’ অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনি সেই ব্লেন্ড থেকে বেরিয়ে যাবেন। এই ফিচার চালুর সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখন মেটা বড় আইনি চাপে আছে। অন্যদিকে টিকটকের ভবিষ্যত এখনো অনিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এখনো চলছে, তবে যে কোন দিন বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানির সাথে একটা চুক্তির চেষ্টা
করছেন। ২ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তবে এখন সেই সময় আরও ৭৫ দিন বাড়ানো হয়েছে।