
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অবশেষে ‘তার’ দেখা পেলেন মেসি

সেঞ্চুরি করেই পকেট থেকে বের করলেন একটি চিরকুট, কী লেখা ছিল তাতে?

প্রস্তুতি শুরু টাইগারদের

৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি, পুমার সঙ্গে শেষ ৮ বছরের পথচলা

জ্যোতি-ঋতুর দৃঢ়তায় অবিশ্বাস্য জয় বাংলাদেশের

সালাহর রেকর্ডের রাতে শিরোপার আরো কাছে লিভারপুল

‘অশোভন’ মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়
মিরপুর স্টেডিয়ামে তামিম

হঠাৎ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার পর এটাই প্রথম তার মিরপুর স্টেডিয়ামে আসা।
জানা গেছে, অসুস্থ শরীর নিয়েই তামিম ম্যাচ দেখতে আসেননি। বিসিবির চিকিৎসকের সঙ্গে কথা বলতে এসেছিলেন।
তবে প্রেসিডেন্ট বক্স ঘুরে মোহামেডানের ড্রেসিংরুমেও গিয়ছিলেন তিনি। সেখানে সতীর্থরা তার শরীরের খোঁজ-খবর নেন। ম্যাচও দেখেছেন তিনি। সিঙ্গাপুর থেকে ঢাকা ফিরে বিশ্রাম নিয়েই তিনি এদিন স্টেডিয়ামে চলে আসেন।
এর আগে গত ২৪ মার্চ ডিপিএলে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। সাভারে কেপিজে হাসপাতালে হার্টে স্টেন্ট বসানোর পর অধিকতর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে।
সেখান থেকে
ছাড়পত্র পাওয়ার পর সিঙ্গাপুরে চেক আপ করতে গিয়েছিলেন তামিম। শুক্রবার সিঙ্গাপুর থেকেই স্ত্রী আয়েশার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি ওপেনার। তাকে দেখে বেশ সুস্থই মনে হয়েছে।
ছাড়পত্র পাওয়ার পর সিঙ্গাপুরে চেক আপ করতে গিয়েছিলেন তামিম। শুক্রবার সিঙ্গাপুর থেকেই স্ত্রী আয়েশার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি ওপেনার। তাকে দেখে বেশ সুস্থই মনে হয়েছে।