জালমিকে উড়িয়ে গ্ল্যাডিয়েটরদের জয়জয়কার – ইউ এস বাংলা নিউজ




জালমিকে উড়িয়ে গ্ল্যাডিয়েটরদের জয়জয়কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:২২ 8 ভিউ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমিকে বিধ্বস্ত করে প্রথম জয়ের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটর। শনিবার বিকালে রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জালমির ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানের জয় পায় কোয়েটা। ম্যাচে আগে ব্যাট করে সাউদ শাকিল, ফিন অ্যালেন ও হাসান নওয়াজের ব্যাটিং তাণ্ডবে ২১৭ রানের বিশাল স্কোর গড়ে গ্ল্যাডিয়েটর। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারের মধ্যেই মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় জালমি। দলটির পক্ষে ওপেনার সাইম আয়ুব ৫০ রানের ইনিংস খেললেও তা দলের পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না। তার সঙ্গে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েন হুসেইন তালাত (১৯ বলে ৩৫) এবং মিচেল ওয়েন (১৩ বলে ৩১)। তবে বাকিরা ছিলেন

সম্পূর্ণ ব্যর্থ। দলের বড় তারকা বাবর আজম (০), টম কোলার-ক্যাডমোর (০), ম্যাক্স ব্রায়ান্ট (০), আলজারি জোসেফ (০), মোহাম্মদ আলি (০) চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর শেষ দিকে নেমে মোহাম্মদ হারিস (১৩) এবং সুফিয়ান মুকিমদের (১) কেউই দলকে টানতে পারেননি। তাদের বিপক্ষে গ্ল্যাডিয়েটরদের বোলিং নৈপুণ্য ছিল চোখে লাগার মতো। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৪টি উইকেট (৪২ রানে) নিয়ে ম্যাচ সেরা হন লেগ স্পিনার আবরার আহমেদ। এছাড়া মোহাম্মদ আমির ১১ রানে ২ উইকেট, উসমান তারিক ২৬ রানে ২ উইকেট ও কাইল জেমিসন ২৮ রানে ১ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন। এর আগে জালমি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্ল্যাডিয়েটরদের দুর্দান্ত

ব্যাটিংয়ের কারণে সেটি বুমেরাং হয়ে ফিরে আসে। কোয়েটার ব্যাটসম্যানরা এদিন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। দলের হয়ে সউদ শাকিল সর্বোচ্চ ৫৯ রান করেন ৪২ বল খেলে। তবে কিউই রিক্রুট ফিন অ্যালেন আবির্ভূত হন স্বরূপেই। মাত্র ২৫ বল খেলে ২১২ স্ট্রাইক রেটে খেলেন ৫৩ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল পাঁচটি চারের সঙ্গে চারটি বিশাল বিশাল ছক্কার মার। এছাড়া তিনে নামা হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান এবং কুশল মেন্ডিস খেলেন মাত্র ১৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস। তাদের সমন্বিত ব্যাটিংয়ের ওপর নির্ভর করে কোয়েটা ২০ ওভারে মাত্র ৩টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৬ রানের বড় পুঁজি। যা ছুঁতে

গিয়ে খেই হারিয়ে ফেলে পেশোয়ার। এদিকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছে মুলতান সুলতানস। করাচি টস জিতে জালমির মতোই আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুলতানকে। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৮ রান। মুলতান সুলতানস একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ও অধিনায়ক), শাই হোপ, উসমান খান, ইফতিখার আহমেদ, কামরান গুলাম, মাইকেল ব্রেসওয়েল, শহীদ আজিজ, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, উসামা মীর, আকিফ জাভেদ। করাচি কিংস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জেমস ভিন্স, শান মাসুদ, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইরফান খান, খুশদিল শাহ, অ্যাডাম মিলনে, আরাফাত মিনহাস, হাসান আলী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আত্মঘাতী গোলে তলানির দলকে হারাল বার্সা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে বহিষ্কার কলাম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার সিরিয়ার ফার্স্টলেডি আজকের খেলা: ১৩ এপ্রিল ২০২৫ লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিকঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর তরুণদের সুযোগ দিতে সংশোধন হচ্ছে আইন ৬০০ কোটি টাকা লুটের নেপথ্যে সালমান বিএনপির মনোনয়ন চান খসরু ও ছেলে ইসরাফিল কুমিল্লায় কালের সাক্ষী শাহ্ সুজা মসজিদ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মামলা বিয়ের আগে বর-কনের যে ৪ টেস্ট করানো প্রয়োজন লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিকঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর শাহরুখ-সালমানরা কি নিয়মিত নামাজ পড়েন, জানালেন ফারাহ খান গাজায় বন্দি ইসরাইলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা চার ছক্কায় বিধ্বস্ত শামি, গড়লেন আইপিএলের লজ্জার রেকর্ড কসবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ রক্তে ভাসছে গাজা, ডিজে পার্টিতে মত্ত সৌদি আরব ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো হামলার ঘটনা ঘটেনি: কারা অধিদপ্তর