
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গণহত্যার দায়ে ইসরাইলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন

গাজা সফরে নেতানিয়াহু

চীনের ওপর যুক্তরাষ্ট্রের ২৪৫ শতাংশ শুল্ক আরোপ

ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে: মার্কিন বিশেষ দূত

মার্কিন পররাষ্ট্র দফতরের বাজেট ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের
আইএমও কাউন্সিলের সদস্য পদে প্রার্থিতা ঘোষণা বাংলাদেশের

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিলর পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। লন্ডনে স্থানীয় সময় সোমবার আইএমও ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আইএমও মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে নৌপরিবহণ উপদেষ্টা আসন্ন নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত সমর্থন কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের অবস্থান, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইএমওর কনভেনশন বাস্তবায়ন, ডিজিটাইজেশন এবং নারীর অংশগ্রহণসহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ড. সাখাওয়াত হোসেন
আইএমও সচিবালয়ে একটি বাংলাদেশি রেপ্লিকা জাহাজের মডেল উপস্থাপন করেন। ১৯৭৬ সালে আইএমওতে বাংলাদেশ সদস্যপদ লাভের পর থেকে এই প্রথম নৌপরিবহণ উপদেষ্টার উদ্যোগে আইএমও সদর দপ্তরে বাংলাদেশি রেপ্লিকা জাহাজ স্থাপন করা হলো। অনুষ্ঠানে আইএমওতে স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম, ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, কাউন্সিলর (মেরিটাইম অ্যাফেয়ার্স), বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং কাউন্সিলর (রাজনৈতিক) মৌমিতা জিনাত উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ আইএমওর সি ক্যাটাগরির কাউন্সিলর।
আইএমও সচিবালয়ে একটি বাংলাদেশি রেপ্লিকা জাহাজের মডেল উপস্থাপন করেন। ১৯৭৬ সালে আইএমওতে বাংলাদেশ সদস্যপদ লাভের পর থেকে এই প্রথম নৌপরিবহণ উপদেষ্টার উদ্যোগে আইএমও সদর দপ্তরে বাংলাদেশি রেপ্লিকা জাহাজ স্থাপন করা হলো। অনুষ্ঠানে আইএমওতে স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম, ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, কাউন্সিলর (মেরিটাইম অ্যাফেয়ার্স), বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং কাউন্সিলর (রাজনৈতিক) মৌমিতা জিনাত উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ আইএমওর সি ক্যাটাগরির কাউন্সিলর।