ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৮:২৫ 32 ভিউ
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চে সরাসরি প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করে মাইক্রোসফটের চাকরি ছেড়েছেন এক নারী কর্মী। রোববার (৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে কোম্পানির ওপর ক্ষোভ জানিছেন তিনি। গাজায় ইসরাইলের আগ্রাসনে সহায়তা করার জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমারের মুখোমুখি হয়ে তীব্র সমালোচনা করেছেন ভানিয়া। ভানিয়া আগরওয়াল বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আপনাদের সাহস হলো কীভাবে? তাদের (ফিলিস্তিনিদের) রক্তের ওপর উদ্‌যাপন করার জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত। মাইক্রোসফটকে ‘ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক’ আখ্যা দিয়ে ভানিয়া

আগরওয়াল বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে। এ সময় তিনি কোম্পানিটিকে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান। আগরওয়ালকে পরে হল থেকে জোর করে বের করে দেওয়া হয়। নির্বাহীরা তার প্রতিবাদের কোনো প্রতিক্রিয়া জানাননি এবং এরপর তাদের প্যানেল পুনরায় অন্য আলোচনা শুরু করে। ভানিয়া আগরওয়াল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ১৩৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সংস্থাটির এআই এবং অন্য প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মাইক্রোসফটের তীব্র সমালোচনা করেছেন। পদত্যাগপত্রে ভানিয়া লিখেছেন, আমি আমার বিবেকের কারণে, এমন একটি কোম্পানির অংশ হতে পারি না যারা এই সহিংস অন্যায়ের অংশ। যদি আপনাকে (কর্মীদের উদ্দেশে) মাইক্রোসফটে কাজ চালিয়ে যেতে হয়, তাহলে আমি

আপনাদের নিজ নিজ অবস্থান, ক্ষমতা এবং সুযোগ-সুবিধা ব্যবহার করে মাইক্রোসফটকে তার নিজস্ব মূল্যবোধ এবং লক্ষ্যের প্রতি জবাবদিহি করতে অনুরোধ করছি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ভর্তি ২৭৮ নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং নিজেকেই ট্রল করলেন উর্বশী দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১