শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া – ইউ এস বাংলা নিউজ




শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৬:১৯ 32 ভিউ
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের

মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। এ সময় সোয়াতের বিপুলসংখ্যক সদস্যকেও দেখা যায়। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়। এ সময় হ্যান্ড মাইকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সাজ্জাদকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। আপনারা সবাই যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ও সিএমপি কমিশনার স্যারের নির্দেশে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। তিনি বলেন, যেখানে অপরাধী, দুষ্কৃতকারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে ঘেরাও করে, পাকড়াও করে আমাদের

জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে ছোট সন্ত্রাসীরাও যদি লুকিয়ে তাকে তাদের পরিণতিও সাজ্জাদের মতো হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র কোনদিন কোন সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে সন্ত্রাসী লুকিয়ে থাকলে আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সিএমপি কমিশনার হাসিব আজিজ ইতোমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং সন্ত্রাসীদের কাছে পুলিশের কঠোর অবস্থানের বার্তা পৌঁছাতেই এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান সিএমপি কমিশনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় ৩৫ সাবরেজিস্ট্রি অফিসে একযোগে দুদকের অভিযান জামায়াত-বিএনপিকে যে আহ্বান জানালেন মির্জা গালিব ঢাকায় আসা মার্কিন কর্মকর্তার সঙ্গে কী কথা হলো বিএনপির ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ এভাবে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত ৩ ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টি হলো রাজধানীতে, জানাল আবহাওয়া অফিস বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন সাবেক মন্ত্রীপুত্রের পিএস ডন হীরা গ্রেফতার প্ল্যাটফর্মে বসে ইনজেকশনে মাদক সেবন, ট্রেন আসতেই যুবকের ঝাঁপ ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা গাজা সফরে নেতানিয়াহু প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ স্বর্ণের দামে নতুন রেকর্ড আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত? আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় হবে, তারিখ ঘোষণা শেখ পরিবারের নামে থাকল না ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ জারি চীনের ওপর যুক্তরাষ্ট্রের ২৪৫ শতাংশ শুল্ক আরোপ