পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের – ইউ এস বাংলা নিউজ




পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৮:৪২ 13 ভিউ
ম্যাচের শুরুতেই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেখানেই ঠাণ্ডা মাথায় ফিনিশ করলেন রাজস্থানের বোলাররা। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি যশস্বী, সঞ্জু, রিয়ানরা। ৪ উইকেটে ২০৫ তোলে রাজস্থান। দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন জোফ্রা আর্চার, হাসারাঙ্গারা। একাই ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। ব্যর্থ হলো নেহাল ওয়াধেরা, ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাঞ্জাব। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ঘরের মাঠে রান তাড়া করে জেতাই লক্ষ্য ছিল তার। নিজেও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাবের বোলাররা। শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়ে তোলে

রাজস্থান। ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন যশস্বী জয়সোয়াল এবং সঞ্জু স্যামসন। ৩৮ রানে সঞ্জুকে আউট করে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। তবে দমেননি যশস্বী। প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও শনিবার ফিরলেন ছন্দে। চলতি আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন সেই ফার্গুসনের বলে। গত ম্যাচে বড় রান পাওয়া নীতীশ রানা আজ ফেরেন ১২ করে। পাঁচে নেমে হেটমেয়ের করেন ২০ রান। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। জবাবে রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাঞ্জাব কিংস।

প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। শ্রেয়স নেমে দুটি বাউন্ডারি মারলেও প্রথম ওভারের শেষ বলে তার উইকেট তুলে নেন আর্চার। প্রথম তিন ম্যাচের সমালোচনার জবাব যেন প্রথম ওভারেই দিলেন ইংল্যান্ডের এই পেসার। মাত্র ১ রানে আউট হন মার্কাস স্টোইনিস। প্রভসিমরন সিং ফেরেন ১৭ করে। ৪৩-৪ স্কোর থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াধেরা। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে রাজস্থান। ৪১ বলে ৬২ রানে আউট হন নেহাল। ম্যাক্সওয়েল ফেরেন ২১ বলে ৩০ করে। শেষে ১৫৫ রানে থামে পাঞ্জাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের অনুরোধ রাখল সৌদি আরব বিশ্বজুড়ে ব্রিটিশদের ৮টি গণহত্যা বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প ‘জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দ. আফ্রিকা সবাই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ’ কোন রুট ব্যবহার করবেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’ স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর গাজা যুদ্ধে সহযোগিতা: মাইক্রোসফটের বিরুদ্ধে উত্তাল প্রযুক্তি বিশ্ব ইলন মাস্কের বিরুদ্ধে মামলা ফেরাউনের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব আগুনের বলয়ে জ্যাক ও নেইতিরি গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা আটক দেখা মিললো ওবায়দুল কাদেরের… ইলিশ ছুঁতে ভয়, অন্য মাছে বৈশাখ উদযাপনের প্রস্তুতি আইপিএলকে চ্যালেঞ্জ করে পিএসএলের জমকালো আয়োজন সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার ‘নৌকা’ বাদ দিয়ে পুলিশের নতুন লোগো ‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব? ১৪৭ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী আটক