‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’ – ইউ এস বাংলা নিউজ




‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৫:১৩ 9 ভিউ
২০১৬ সালের জুলাইয়ে পিএসভি ও এফসি আইন্দোভেনের একটি প্রীতি ম্যাচে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এরপর ইউরোপের শীর্ষ লিগগুলোতে এটি নিয়মিত ব্যবহৃত হলেও, বিতর্ক যেন কখনোই থামছে না। সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে চেলসির বিপক্ষে হারের পর টটেনহাম হটস্পার কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুর মন্তব্যে। প্রিমিয়ার লিগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ১–০ গোলে পরাজিত হয় টটেনহাম। তবে ম্যাচে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল দলটি। ৬৯ মিনিটে সেনেগালিজ মিডফিল্ডার পাপে মাতার করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। ফাউলের অভিযোগে গোল বাতিলের পাশাপাশি ম্যাচে দীর্ঘ আলোচনা চলে রেফারি ক্রেইগ পসন এবং ভিএআর রেফারি জ্যারেড জিলেটের মধ্যে। এতে দ্বিতীয়ার্ধে যোগ

করা সময় দাঁড়ায় ১২ মিনিটে। ম্যাচশেষে ভিএআরের তীব্র সমালোচনায় মুখর হন টটেনহাম কোচ পোস্তেকোগলু। তিনি বলেন, ‘এই ভিএআর ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না। সবাই শুধু বিতর্ক আর নাটকেই আগ্রহী। আমি নিশ্চিত, এটা নিয়েই পরবর্তী ২৪ ঘণ্টা আলোচনা চলবে। কিন্তু এই প্রযুক্তি খেলাটার আসল সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে।’ এই ম্যাচে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। এনজো এবার হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই টটেনহামের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে কেবল রবার্তো দি মাতেও (১৯৯৬-৯৭) এবং গাস পয়েত (১৯৯৮-৯৯) এমন

কীর্তি গড়েছিলেন চেলসির হয়ে। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে চেলসি। ৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ম্যানচেস্টার সিটি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। অন্যদিকে, টটেনহামের অবস্থা বেশ করুণ। ৩০ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমদানি শুল্ক কমাতে হবে লোপাট ৬১৬ কোটি টাকা দ্রুত নির্বাচন আয়োজনই সরকারের অগ্রাধিকার সুলতানি স্থাপত্যের রত্ন ছোট সোনা মসজিদ যুক্তরাষ্ট্রের ১ হাজার শহরে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভ শনিবার ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ আ.লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২, ছিটকে ২৫ ফুট নিচে পড়েন বাইক আরোহী মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা সবজির বাজার চড়া, বাড়তি মাছের দামও বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী অতিথি আপ্যায়নে থাকুক ‘জর্দা পোলাও’ জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ কিস্তিতে মাসোয়ারা নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এএসআই! দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার পরীমণির বিরুদ্ধে জিডি সব মানুষই লোভী : জয়া আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ