
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ট্রাম্পের শুল্কে ওলটপালটের শঙ্কা বিশ্ব অর্থনীতির

ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৫

কাছে, তবু দূরে…, নৈশভোজে পাশাপাশি বসেও কথা হল না মোদি-ইউনুসের

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না’, ইইউর সতর্কবার্তা

বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত ৪

চলমান উত্তেজনার মাঝেই ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এক বিমান হামলায় দেশটিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মার্কিন বাহিনী মঙ্গলবার রাতে ইয়েমেনের আল-হুদাইদা, হাজ্জাহ এবং সা’দাহ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইয়েমেনবিরোধী আগ্রাসনের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
এই হামলার জবাবে ইয়েমেনি বাহিনীও যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনারেল সারি জানান, শেষ ২৪
ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি। এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে। এরপর থেকে ইসরাইল গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ১০৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২৫০০ জনের বেশি।
ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি। এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে। এরপর থেকে ইসরাইল গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ১০৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২৫০০ জনের বেশি।