গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ | ৮:২৯ 9 ভিউ
দক্ষিণ গাজার রাফাহ’র ধ্বংসস্তূপ থেকে রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ খবর জানায়। এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস ঘেব্রেয়েসাস। সোমবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সূত্রে জানা যায়, গাজায় অ্যাম্বুলেন্স কর্মীদের হত্যার নিন্দা জানিয়ে এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেছেন, আটজন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) অ্যাম্বুলেন্স কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রোস এই হামলাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। স্বাস্থ্য ও মানবিক কর্মীদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে স্বাস্থ্যকর্মীদের সর্বদা সুরক্ষিত রাখার আহ্বান জানান

তিনি। রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের মধ্যে আটজন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। পিআরসিএস জানায়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল। সংস্থাটি আরো জানায়, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল। যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানায় সংস্থাটি। এদিকে গাজায় ইসরায়েলের ১৫ জন সহায়তা কর্মী

হত্যার জন্য হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় যা কিছু ঘটছে তা হামাসের কারণেই ঘটছে। এই সবকিছু মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে যদি হামাস সমস্ত জিম্মি এবং তাদের হাতে থাকা জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দেয় এবং তাদের অস্ত্র জমা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৪০২ জন স্বাস্থ্যকর্মী এবং ১১১ জন জরুরি কর্মীকে হত্যা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে ২০ হাজার টাকা জরিমানা নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি ত্রিপুরায় ৮৯৪ কোটি টাকার বাংলাদেশি পণ্য রপ্তানি এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান ‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না’, ইইউর সতর্কবার্তা বাণিজ্য যুদ্ধের মুখোমুখি বিশ্ব বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান জয়দীপের লেখা ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা: এবি পার্টি মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’র সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী আমি সবসময় ভালোবাসার মধ্যে থাকি সৌদি আরবে বাংলাদেশি যুবক নিহত পণের টাকা না পেয়ে নববধূকে বাড়িতে ঢুকতে বাধা, গেটেই ৪দিন ‘বন্যপ্রাণীরা যন্ত্রণায় ছটফট করছে, সাহায্য করুন স্যার’ ১০ মিনিটে তৈরি করুন পাউরুটির মালাই ‘মার্কিন শুল্ক নিয়ে মোদি সরকার কী করতে চলেছে, প্রশ্ন রাহুল গান্ধীর ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান নিজের ছাদবাগানের টাটকা সবজি ফেসবুকে দিয়ে যা লিখলেন জয়া বিশ্ববাণিজ্যে গত ১০০ বছরে সবচেয়ে বড় পরিবর্তন ভারতের ওপর শুল্ক আরোপকালে মোদিকে নিয়ে যা বললেন ট্রাম্প