গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ | ৮:২৯ 40 ভিউ
দক্ষিণ গাজার রাফাহ’র ধ্বংসস্তূপ থেকে রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ খবর জানায়। এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস ঘেব্রেয়েসাস। সোমবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সূত্রে জানা যায়, গাজায় অ্যাম্বুলেন্স কর্মীদের হত্যার নিন্দা জানিয়ে এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেছেন, আটজন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) অ্যাম্বুলেন্স কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রোস এই হামলাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। স্বাস্থ্য ও মানবিক কর্মীদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে স্বাস্থ্যকর্মীদের সর্বদা সুরক্ষিত রাখার আহ্বান জানান

তিনি। রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের মধ্যে আটজন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। পিআরসিএস জানায়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল। সংস্থাটি আরো জানায়, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল। যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানায় সংস্থাটি। এদিকে গাজায় ইসরায়েলের ১৫ জন সহায়তা কর্মী

হত্যার জন্য হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় যা কিছু ঘটছে তা হামাসের কারণেই ঘটছে। এই সবকিছু মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে যদি হামাস সমস্ত জিম্মি এবং তাদের হাতে থাকা জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দেয় এবং তাদের অস্ত্র জমা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৪০২ জন স্বাস্থ্যকর্মী এবং ১১১ জন জরুরি কর্মীকে হত্যা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ভর্তি ২৭৮ নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং নিজেকেই ট্রল করলেন উর্বশী দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১