ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ১২:২৪ 18 ভিউ
লাল-সবুজ দলের হয়ে খেলার আবেগ নিয়ে এসেছিলেন। খেললেন, পেলেন ভালোবাসা। তাতে আপ্লুত হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন উজ্জ্বল। জাতীয় দলের ডিউটি শেষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে মনোযোগ দেওয়ার পালা। যাওয়ার আগে অভিব্যক্তি জানিয়ে গেলেন, সমর্থকদের দিলেন ধন্যবাদ। গতকাল সকাল পৌনে ১০টার ফ্লাইটে হামজা চৌধুরী প্রথমে ঢাকা থেকে সিলেট যান। সেখান থেকে একই ফ্লাইটে পৌনে ১২টায় ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হন। ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ৪২ মাইল দূরের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে যাবেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলের শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান, ৮০ পয়েন্ট সংগ্রহ করেছে হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। সরাসরি প্রিমিয়ারে উত্তরণের দৌড়ে শক্ত অবস্থানে আছে দুই ক্লাব—লিডস ইউনাইটেড ও শেফিল্ড

ইউনাইটেড। আজ রাত ২টায় প্রিমিয়ারে উত্তরণের প্লে-অফের দৌড়ে থাকা কভেন্ট্রি সিটির বিপক্ষে খেলবে শেফিল্ড ইউনাইটেড। দীর্ঘ ভ্রমণের ধকলের কারণে কোচ ক্রিস ওয়াইল্ডার সে ম্যাচে আদৌ হামজা চৌধুরীকে খেলাবেন কি না—নিশ্চিত নয়। ঢাকা ছেড়ে যাওয়ার আগে হামজা চৌধুরী বলেছেন, ‘শুধু ধন্যবাদ দিতে চাই। এখানে আসা, বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে কতটা বিশেষ—ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’ ভারতের বিপক্ষে ম্যাচে মাঠজুড়ে বিচরণ ছিল হামজা চৌধুরীর। কখনো রক্ষণে, কখনো মাঝমাঠে। একের পর এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ যখন গোল মিসের মহড়া দিচ্ছিল, তখন দলকে সহায়তা করতে বক্স টু বক্স খেলতে দেখা গেছে এ ফুটবলারকে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে ও

পরে হামজা চৌধুরীকে ঘিরে উন্মাদনা লক্ষ করা গেছে। উন্মাদনা ছিল ঢাকায়ও। এ ফুটবলারকে ঘিরে চলা উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের এ স্প্যানিশ কোচ বলছিলেন, ‘বাংলাদেশের জার্সিতে এটা ছিল হামজার প্রথম ম্যাচ। স্বল্প সময়ে সে দলের সঙ্গে মিশে গেছে। ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে সে। ঘরের মাঠে আমরা আরও শক্তিশালী। আশা করছি, হামজার জন্য আরও ভালো ম্যাচ অপেক্ষা করছে।’ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ সিঙ্গাপুর। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে প্রথম হোম ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। সে ম্যাচের আগে হামজা চৌধুরী বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য এবং আমার ফিরে আসার জন্য দোয়া

করবেন। ইনশাআল্লাহ, আমি আপনাদের সবার সঙ্গে জুনে আরও দুটি বড় ম্যাচের জন্য ফিরে আসব। ওই সময় দেখা হবে।’ ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে বিচরণ করেছেন হামজা চৌধুরী। খেলেছেন উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপেও। সেই হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হলো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলি হামলায় গাজায় শেষ ১০ দিনে ৩২২ শিশু নিহত : জাতিসংঘ বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘বাধ্য হবে’ ইরান : খামেনির উপদেষ্টা ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা মিয়ানমারে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯ তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা নিপুনকে অব্যাহতি ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার ‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ, ১৫ হাজার মানুষ বন্দি ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড