সিগন্যাল কেলেঙ্কারিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন, ‘বড় ভুল হয়েছে’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




সিগন্যাল কেলেঙ্কারিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন, ‘বড় ভুল হয়েছে’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১০:৩০ 8 ভিউ
বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল-এ মার্কিন যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। দেশে-বিদেশে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। রাষ্ট্রীয় সফরে জ্যামাইকায় থাকা অবস্থায় বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে কেউ একজন বড় ভুল করেছেন এবং একজন সাংবাদিককে ভুলক্রমে গ্রুপ চ্যাটে যুক্ত করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি সাংবাদিকদের বিরুদ্ধে বলছি না, তবে এটা এমন একটি বিষয় ছিল, যা নিয়ে তাদের জানার কথা ছিল না।’ মার্কো রুবিও দাবি করেছেন, সিগন্যাল চ্যাটে

তার ভূমিকা বড় করে দেখার কিছু নেই। তিনি শুধুমাত্র যোগাযোগ নিশ্চিত করার জন্য বার্তা পাঠিয়েছিলেন এবং হামলার পর অভিনন্দন জানানোর জন্য পুনরায় সেখানে বার্তা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা তথ্য বাইরে প্রকাশের উদ্দেশ্যে এটি করিনি। তবে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে ফাঁস হওয়া এসব তথ্য মার্কিন সেনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।’ সিগন্যাল গ্রুপে কোনো গোপনীয় তথ্য ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘পেন্টাগন বলেছে, এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় পড়ে না।’ মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে, ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে সিগন্যাল

গ্রুপে আলোচনা হয়েছিল এবং সেই তথ্য ফাঁস হয়েছে। এ ঘটনায় বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে মঙ্গলবার থেকেই শুনানি চলছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, হুতিদের ওপর হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিগন্যাল অ্যাপে গোপন চ্যাট করছিলেন। কিন্তু ভুলক্রমে দ্য আটলান্টিকের সম্পাদক জেফরি গোল্ডবার্গকেও গ্রুপে যুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, মাইক ওয়ালৎজ অসাবধানতাবশত তাকে

যুক্ত করেছেন। এরপর গোল্ডবার্গ চ্যাটের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যা নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় ইসরাইলি হামলায় ১০ দিনেই ৩২২ শিশুর মৃত্যু শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫ ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা প্রস্তুত সিলেট: ঈদে ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো চাঁদ রাতে শ্রীমঙ্গল রণক্ষেত্র, সাবেক মেয়রসহ আটক ১৪ দিনাজপুরের গোর-এ শহীদে ঈদের জামাত অনুষ্ঠিত শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি আগামী ঈদ করবেন আরাকানে, আশা রোহিঙ্গাদের হায়দরাবাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও টিকিট সংক্রান্ত অভিযোগ কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৪ মিয়ানমারে কেন এত বিধ্বংসী ভূমিকম্প মিয়ানমারে ভূমিকম্পে দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে: জাতিসংঘ