ভোলা নদীতে ভাটা থাকায় পানি ছিটাতে পারছেনা ফায়ার সার্ভিস – ইউ এস বাংলা নিউজ




ভোলা নদীতে ভাটা থাকায় পানি ছিটাতে পারছেনা ফায়ার সার্ভিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ৪:৩০ 19 ভিউ
ভোলা নদীতে ভাটা থাকায় নতুন করে সুন্দরবনে নতুন করে আগুন লাগা তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় পানি ছিটানো শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। রবিবার (২৩ মার্চ) রাত ৯টা পর্যন্ত পানি ছিটানো যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান। তিনি বলেন, এবার যেখানে আগুন ধরেছে, সেখান থেকে পানির উৎস্য অনেক দূরে। আমরা ৩ কিলোমিটার সরবরাহ পাইপ স্থাপন করেছি। ভাটার সময় ভোলা নদীর পানি একেবারে শুকিয়ে যায়, যার ফলে পানি ছিটানো শুরু করা যায়নি। এদিকে রাত সাড়ে ৮টার পর সুন্দরবনের নতুন করে লাগা আগুনের এলাকায় পানি ছিটানো শুরু হয়েছে বলে দাবি করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের

বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম। তিনি বলেন, রাত থেকেই আগুন লাগা এলাকায় পানি দেওয়া শুরু হয়েছে। বন বিভাগ গতকালও সারা রাত কাজ করে আগের স্থানের আগুন নিয়ন্ত্রণে আনে। আজও কাজ করছে। ফায়ার সার্ভিস এবং বন বিভাগের সেচ্ছাসেবকরাও আছেন। পানি দেওয়া শুরু করা গেলেও এখানে চ্যালেঞ্জ অনেক বেশি। ভাটার সময় নদীতে পানি থাকেনা। এলাকাটাও বেশ দূর্গম। তারপরও আমরা সর্বচ্চ চেষ্টা করছি। এদিন সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলায় আগুন লাগার বিষয়টি ড্রোন ক্যামেরায় দেখতে পায় বন বিভাগ। দুপুর থেকে বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কলমতেজীর চেয়ে (তেইশের

ছিলার) আগুনের ব্যাপকতা একটু বেশি দাবি করে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) বিপুলেশ্বর দেবনাথ বলেন, এবারের আগুনের ব্যপকতা কলমতেজীর থেকে বেশি। চারপাশেই ফায়ার লাইন কাটা হয়েছে। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। ওই আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতে রবিবার সকালে পাশের তেইশের ছিলা এলাকায় আগুন দেখা যায়। পরপর দুই দিনে পৃথক দুটি এলাকায় অগ্নিকান্ড মিলিয়ে নিয়ে গেল ২৩ বছরে সুন্দরবনে ২৮ বার লাগার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২ গাজায় নতুন ইসরাইলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত ‘ইত্যাদি করতে গিয়ে অনেক চাপের মুখে পড়েছি, নতি স্বীকার করিনি’ একদিনে যমুনা সেতু‌ পাড়ি দিল ৯১৬৩ মোটরসাইকেল বাংলাদেশেও ৭ মাত্রার ভূমিকম্পের শঙ্কা ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের মুক্তিযোদ্ধা সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে আলাদা দেখতে চায় যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনপন্থি’ হওয়ায় যুক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেফতার, ৩০ ডেমোক্র্যাট এমপির নিন্দা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোথায় হয়েছিল জানেন? ফের যুদ্ধবিরতির সম্ভাবনা উঁকি দিচ্ছে গাজায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা তিন চাকার বাহন মাথার উপর যুদ্ধবিমান, আকাশে বিকট বিস্ফোরণ ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ গাজীপুরের ৬৬ ভাগ কারখানা ছুটি, মহাসড়কে থেমে থেমে যানজট ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়