কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই – ইউ এস বাংলা নিউজ




কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 52 ভিউ
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ‘ফ্যামিলি রুল’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি ভারতের ক্রিকেটর পোস্টার বয় বিরাট কোহলি এই নিয়মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার ঝড় তোলে। তবে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলির আপত্তি সত্ত্বেও বোর্ড এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না। ভারতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে বিসিসিআই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চালু করে, যার অংশ হিসেবে ‘ফ্যামিলি রুল’ কার্যকর করা হয়। নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি সময়ের জন্য বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের পরিবার কেবল একবারই, সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য, সঙ্গে থাকতে পারবে। এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ কোহলি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেন, ‘আপনার যদি

কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, পরিবারকে কি সবসময় সঙ্গে চাইবে? সবাই বলবে হ্যাঁ। আমি ম্যাচ শেষ করে একা বসে থাকতে চাই না, আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। এটা আমার জন্য দায়িত্বের মতো, কিন্তু ম্যাচ শেষ হলে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’ কোহলির এই বক্তব্যের পর বিসিসিআই-এর নিয়ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। এটি আমাদের বোর্ড এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম।’ বিসিসিআই এই নিয়ম চালু করেছিল মূলত ভারতের ব্যর্থ টেস্ট সফরের পর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষেও বর্ডার-গাভাস্কার ট্রফি হেরে বসে। এই অবস্থায় দলের মধ্যে আরও শৃঙ্খলা আনতে বিসিসিআই ‘ফ্যামিলি রুল’ কার্যকর করে। বিসিসিআই সেক্রেটারি আরও বলেন, ‘এই নিয়ম নতুন কিছু নয়। এটি আমাদের বোর্ডে বহু বছর ধরে প্রচলিত রয়েছে। বর্তমান নীতিটি পুরোনো নিয়মেরই উন্নত সংস্করণ, যেখানে দলের অনুশীলন, সফর পরিকল্পনা, ম্যাচ প্রস্তুতি, টিম মুভমেন্ট এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অতিরিক্ত কিছু শর্ত যোগ করা হয়েছে।’ যদিও বিসিসিআই তাদের অবস্থানে অনড়, তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করার সুযোগ থাকছে। সাইকিয়া জানান, ‘বিশেষ কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হতে পারে, তবে তা হবে বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে।’ ফলে আপাতত বোর্ডের নিয়ম বহাল থাকলেও, ভবিষ্যতে

কোহলিদের দাবি বিবেচনায় নেওয়া হতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অল্পস্বল্প গাঁজা সেবনে মিলবে ছাড়! ট্রাম্পই তা চাইছেন? ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে জল্পনা ট্রাম্পের ‘ডেটিং’ প্রস্তাব নিয়ে মুখ খুললেন এমা থম্পসন গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ করে ‘ক্ষোভ ঝারলেন’ বৃদ্ধ ‘শিক্ষার্থীরা হলে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’ পরিবহন ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৩ জনেরসন মৃত্যু, হাসপাতালে ৪৪৮ চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার প্রাণনাসের হুমকিতে ফুলবাড়ীতে ১৩ বছর ধরে অনাবাদি জমি দুর্গাপুরে হত্যাকাণ্ডের জেরে ফের হামলায় নিহত ১ যুবককে তিন টুকরো করে খালে ফেলে দিলো দম্পতি ভুয়া তথ্য দিয়ে ভাইরাল আনিসা, পরীক্ষায় বসতে দেবে না বোর্ড সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ