
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ফিফা বিশ্ব র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

আমি সবসময় ভালোবাসার মধ্যে থাকি

হামজার পথ ধরে অনেক বিদেশিই আসছেন বাংলাদেশের ফুটবলে

দাপুটে জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত কিউইদের

টানা হারের বৃত্তে পাকিস্তান, কী বলছেন অধিনায়ক রিজওয়ান

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা
টিকিটের টাকা ফেরত পাবেন বাংলাদেশের ম্যাচের দর্শকরা

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটির একটি বলও বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়মে বলা আছে, কোনো বল না হয়ে পরিত্যক্ত হলেই টিকিটের পুরো টাকাই দর্শকেরা ফেরত পাবেন। এই দুই ম্যাচের জন্যই সেটা বলবৎ থাকছে।
তবে হসপিটালিটি বক্সেস, পিসিবি গ্যালারি-এই দুই অংশের জন্য যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন না।
ফয়সালাবাদ, গুজরানওয়ালা, হায়দরাবাদ, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা—পাকিস্তানের এই দশ শহরে টিকিটের টাকা ফেরত দিতে দর্শকদের জন্য আউটলেট খোলা হয়েছে। টিকিটের টাকা ফেরত নিতে
১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যারা যারা টিকিট কেটেছেন, তাদের সশরীরে যেতে হবে আউটলেটে। প্রসঙ্গত, বৈরি আবহাওয়ায় বাতিল হওয়া সেই দুই ম্যাচের প্রভাব অবশ্য টুর্নামেন্টে খুব একটা পড়েনি। কারণ ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।
১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যারা যারা টিকিট কেটেছেন, তাদের সশরীরে যেতে হবে আউটলেটে। প্রসঙ্গত, বৈরি আবহাওয়ায় বাতিল হওয়া সেই দুই ম্যাচের প্রভাব অবশ্য টুর্নামেন্টে খুব একটা পড়েনি। কারণ ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।