‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’ – ইউ এস বাংলা নিউজ




‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩২ 34 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ‘হোম অ্যাডভান্টেজ’ নিয়ে সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের দুবাই যেতে হবে তখন প্রোটিয়ারা ভারতের তুলনায় পিছিয়ে থাকবে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটসম্যান ডুসেন। তার মতে, একই ভেন্যুতে অনুশীলন ও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুবিধা ভারতকে এগিয়ে রাখবে। রিশি ভেন ডার ডুসেন বলেছেন, ভারত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। পাকিস্তানও এটি নিয়ে কথা বলেছে। আমি মনে করি এটি পুরোপুরি সত্যি। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে করাচি থেকে ভেন ডার ডুসেন বলছিলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই

অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলা নিঃসন্দেহে বাড়তি সুবিধা।’ ডুসেন আরও বলেছেন, ‘যে দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত সেই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গিয়ে তারা তাদের ম্যাচগুলো দুবাই খেলছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আয়োজন করা হয়েছে। পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত যে কোনও ভারতীয় আসরের জন্য একই সুবিধা পাবে। পাকিস্তান কোচ আকিব জাভেদ অবশ্য মনে করেন, কেবলমাত্র ভারতের দুবাইতে খেলার সুবিধাই তাদের জয় এনে দেয়নি। আকিব জাভেদ বলেন, ‘হ্যাঁ, একই

মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এরপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’ ডুসেন বলেন, ‘আমাদের দলে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে। ফলে আমরা যেখানে খেলব, সেখানেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস (ভিডিও) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ চীনের নতুন হাতিয়ার ‘বিরল খনিজ’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা! তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’ মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবির সেই ৫ শিক্ষার্থী পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবা স্থগিত করল ভারত মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়লেন ফরিদপুরের মারুফ তন্ময়সহ শেখ পরিবারের ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আজকের খেলা: ২৪ এপ্রিল ২০২৫