ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা
                                গাজা এখন ‘মাইনের শহর’
                                আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
                                ৮টি ‘হাঙর’ সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে
                                ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান
                                তুলসি গ্যাবার্ডের ঘোষনা ‘ওয়াশিংটনের পুরানো রেজিম চেঞ্জের যুগ শেষ’
                                সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহেই ২১ হাজারের বেশি গ্রেপ্তার
একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল
                             
                                               
                    
                         ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলতি বছরের জানুয়ারিতে অন্তত সাতজন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।  ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত মাসে (জানুয়ারি) গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে হত্যা করেছে।  তারা হলেন-ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।
পিজেএস আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং ছয়জনের ঘরবাড়ি ধ্বংস করেছে। 
গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের ‘গুরুতর’ ও ‘অব্যাহত’ হামলার নিন্দাও জানিয়েছে পিজেএস। 
গাজায় 
ইসরাইলি আগ্রাসন গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে।
                    
                                                          
                    
                    
                                    ইসরাইলি আগ্রাসন গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে।



