অভিবাসন নীতিতে কঠোরতার প্রতিশ্রুতি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম – ইউ এস বাংলা নিউজ




অভিবাসন নীতিতে কঠোরতার প্রতিশ্রুতি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:৫২ 51 ভিউ
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ক্রিস্টি নোমকে নিশ্চিত করেছে। নোমকে এমন এক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে, যা অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতিমালার কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। ভোটটি দ্বিদলীয় ছিল এবং ফলাফল ৫৯-৩৪। ক্রিস্টি নোম ২০১৯ সাল থেকে সাউথ ডাকোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি রাজ্যের আইনপ্রণেতা এবং চারবার নির্বাচিত কংগ্রেস সদস্য ছিলেন। এখন তিনি একটি বিশাল সংস্থা, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নেতৃত্ব দেবেন। এই সংস্থা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) এবং ইউএস সিক্রেট সার্ভিসের মতো দায়িত্ব পালন করে। সিনেটের শুনানিতে নোম বলেন, "ডিএইচএসের মিশন

এবং সাফল্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই সীমান্তে অবৈধ অভিবাসন ও চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলা, প্রাকৃতিক দুর্যোগ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুরক্ষিত রাখতে হবে।" সীমান্ত নিরাপত্তাকে "সর্বোচ্চ অগ্রাধিকার" হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "ট্রাম্পের অভিবাসন নীতিতে একটি স্পষ্ট ম্যান্ডেট রয়েছে।" তিনি আরও যোগ করেন, "অপরাধী অভিবাসীদের আমাদের রাস্তা থেকে সরিয়ে দেশ থেকে বের করে দেওয়া আমেরিকার কমিউনিটিগুলোকে আরও নিরাপদ করবে।" দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মগত নাগরিকত্ব বাতিল করার প্রক্রিয়া শুরুসহ অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন, যা তাৎক্ষণিকভাবে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি

হয়। অভিবাসন ছাড়াও, নোম তার শুনানিতে অন্যান্য বিষয়েও কথা বলেন। ডেমোক্র্যাটদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় "কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না।" তিনি গার্হস্থ্য সন্ত্রাসবাদের ওপরও জোর দেন এবং "ঘরোয়া সন্ত্রাস ক্রমবর্ধমান" উল্লেখ করে নিউ অরলিন্সের নববর্ষের ট্রাক হামলাকে "ভয়ানক ঘটনা" হিসেবে অভিহিত করেন। কোভিড-১৯ মহামারির সময়, মাস্ক ম্যান্ডেট এবং সামাজিক দূরত্বের বিরোধিতা করার কারণে নোম জাতীয় পরিচিতি লাভ করেন। তিনি একসময় ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও বিবেচিত হয়েছিলেন। তবে গত বছর একটি বইয়ের প্রকাশিত অংশে তার একটি বিতর্কিত ঘটনার বিবরণ উঠে আসে। এতে তিনি জানান, ১৪ মাস বয়সী তার পোষা কুকুর, ক্রিকেট নামের একটি ডগ পয়েন্টারকে গুলি করে মেরে ফেলেছিলেন।

কারণ হিসেবে তিনি জানান, কুকুরটি "অপ্রশিক্ষণযোগ্য" এবং "যে কারও জন্য বিপজ্জনক" ছিল। নোম তার কাজকে সঠিক বলে প্রতিরক্ষা করে বলেন, এটি তার দক্ষতা এবং কঠিন কাজ করার ক্ষমতা প্রদর্শনের একটি উদাহরণ। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিম ও সবজির দামে অস্বস্তি লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার কুমিল্লায় বাবা-মা ও ২ সন্তান নিহত: বন্ধ হচ্ছে বিপজ্জনক সেই ইউটার্ন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১ মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু ভাড়াটিয়া সেজে গৃহকর্ত্রীকে খুন, পরে মামলা তুলে নিতে হুমকি নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫