জনগণের আশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৯:৪৪ পূর্বাহ্ণ

জনগণের আশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৪ 135 ভিউ
গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি অনুসারে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জানিয়েছে। এতে রাজনৈতিক মহলে নানা আলোচনা এবং মতবিরোধের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা ইসির নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন, “আমরা কারো ইচ্ছে পূরণের জন্য বসে নেই। আগামী ডিসেম্বর অথবা পরের জানুয়ারি মাসে নির্বাচন শুরু হবে। এর আগে নির্বাচনের আয়োজন সম্ভব নয়।” তিনি আরও জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন, আইন পরিবর্তন এবং অন্যান্য কার্যক্রমের জন্য যথেষ্ট সময় প্রয়োজন, যা নির্বাচনের সফল আয়োজনে সহায়ক হবে। এদিকে, নির্বাচনের

পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবও আলোচনা শুরু করেছে। তবে, নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, তারা এই মুহূর্তে শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং স্থানীয় সরকার নির্বাচনের কোনো পরিকল্পনা নেই। বিএনপির অবস্থান বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, তারা চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের আয়োজন চায় এবং তাত্ক্ষণিক অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গণতন্ত্রের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা মনে করি, এই বছরের জুলাই-অগাস্টের মধ্যে নির্বাচন সম্ভব।" তারা সরকার এবং নির্বাচন কমিশনকে দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানায়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময়

২০২৬ সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হবে, এবং নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। বিএনপির অভিযোগ ও রাজনৈতিক চাপ বিএনপি নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলছে যে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের দাবির ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স দাবি করেন, সরকার দ্রুত নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে এবং দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সময়ক্ষেপণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জাতীয় পার্টি ও সিপিবির অবস্থান জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান জি এম কাদেরও বিএনপির মতো দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, সরকার জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে

এবং রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির কোনো উদ্যোগ নেয়া হয়নি। এর ফলে, তারা সংস্কার কার্যক্রমের পরিবর্তে দ্রুত নির্বাচন আয়োজনে জোর দেন। একই ধরনের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, জনগণের দাবি পূরণে সরকার ব্যর্থ হওয়ায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। দেশে জাতীয় নির্বাচন নিয়ে তুমুল রাজনৈতিক আলোচনা চলছে। বিএনপি নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের আহ্বান জানালেও, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুসারে সময় নিতে চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন অবস্থান থাকলেও, একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে জনগণের আস্থা ও নির্বাচনের সুষ্ঠু আয়োজনের ওপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে বাল্যবন্ধুকে ঘিরেই সন্দেহ, গ্রেপ্তার জরেজ ও এক নারী ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক বাবা ট্রাম্পের চেষ্টায়ও থামছে না ইউক্রেন যুদ্ধ, পুতিন আসলে কী চান যুক্তরাষ্ট্রের ‘গাজা পরিকল্পনা’র মধ্যেই জাতিসংঘে রাশিয়ার পাল্টা প্রস্তাব খাসজমির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ৩৫ দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম নগদে প্লে প্রোটেক্টের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই ছাত্রলীগের ডাক: অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত, লাগাতার কর্মসূচি ঘোষণা রাজপথে নেই আওয়ামী লীগ, তবুও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অভূতপূর্ব সমর্থন আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি এবার হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা তুর্কি লবি–জামায়াতের ভরসায় লীগ থেকে ভোল পাল্টে জামায়াতে, তবুও শেষ রক্ষা হয়নি জাহেদীর পুঁজিবাজারে ফের বড় দরপতন, লেনদেন নেমেছে ৩০০ কোটির নিচে মায়ের রক্ত ঝরিয়ে ছেলেকে গ্রেফতার, নাটোরে প্রতিবাদের ঝড় দিল্লীতে বিস্ফোরণ: তদন্তে বাংলাদেশি সংযোগের ইঙ্গিত ভারতের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে