
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গাজায় অনাহারে অপুষ্টিতে ৫৭ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব

নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা?

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২

গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি
ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনায় অন্তত ১৮টি তাঁবু পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ জানিয়েছে, মহাকুম্ভ মেলার ১৯তম সেকশনে দুইটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাঁবুগুলোর পাশেই থাকা ফায়ার ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের তাঁবু থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
মহাকুম্ভ মেলার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের প্রস্তুতির কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ভাস্কর মিশ্র বলেন, “দমকলকর্মীরা দ্রুত কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।”
অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক পোস্টে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ৪৫ দিন। এ পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র স্নান সম্পন্ন করেছেন। শুধুমাত্র রোববারেই ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক পোস্টে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ৪৫ দিন। এ পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র স্নান সম্পন্ন করেছেন। শুধুমাত্র রোববারেই ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি