বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:০৮ 7 ভিউ
চোরাপাচারকারীদের বাংলাদেশ ভারত সীমান্ত পাহারায় বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ।বিশেষ ভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সি জার্মান ম্যালিনোইস প্রজাতির ‘ম্যাক্স’ (জার্মান শেফার্ড) এ বার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে। বিএসএফের দাবি, জার্মান শেফার্ড দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষককেও। এ ছাড়াও জ়িরো লাইনসে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা। এ ছাড়াও নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও। উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান ও নদিয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন। শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে

দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা বলবৎ করছে বিএসএফ। বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ‘‘সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।’’ বিএসএফের আরো দাবি, হ্যান্ডহোল্ড থার্মাল ইমেজিং সিস্টেম’ সীমান্তে অবাঞ্ছিত গতিবিধিও চিহ্নিত করবে। ঘন কুয়াশার সময় এবং রাতের টহলের জন্য ওই ক্যামেরা বিশেষ ভাবে উপযোগী। বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ‘‘সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।’’ সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহনীয় লুকে শাহরুখ কন্যা সোহানা বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে! ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য? বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে! ধ্বংসস্তূপ গাজার পুনর্গঠন: এগিয়ে আসবে কারা, খরচই বা কত? ৭২’র সংবিধান বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিবাসী বিশিষ্টজনের নিন্দা যেসব নিয়ম মানলে কমবে কোলেস্টেরল, প্রয়োজন হবে না ওষুধ মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন সোমবার, থাকছে যেসব আয়োজন এবার সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ বার্সেলোনা ছাড়ার গল্প বললেন নেইমার কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, পরীক্ষা ১২ এপ্রিল ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় বাংলাদেশ? ফয়জুল করীম: নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক সবজির বাজারে ক্রেতাদের ‘পৌষ মাস’, কৃষকের ‘সর্বনাশ’ হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান