মাঝ আকাশে ইলন মাস্কের স্টারশিপ রকেটের বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




মাঝ আকাশে ইলন মাস্কের স্টারশিপ রকেটের বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ | ৭:৩১ 11 ভিউ
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের উৎক্ষেপণের কয়েক মিনিট পরই তা বিস্ফোরিত হয়। দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে উৎক্ষেপণ করে স্পেসিএক্স। কিন্তু উৎক্ষেপণের ৮ মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির। এ বিষয়ে স্পেসএক্সের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এ রকেটের পরীক্ষা চালানো হয়। তবে উৎক্ষেপণের স্বল্পসময়ের মধ্যেই এতে ত্রুটি দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ গ্লেন নামের রকেটের প্রথম সফল উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর মাস্কের প্রতিষ্ঠানের স্টারশিপ রকেটের ওই পরীক্ষা চালানো হয়। বৃহস্পতিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ব্লু অরিজিনের

রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানের বাজারে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন মাস্ক ও বেজোস- এই দুই ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা টুইটে স্পেসএক্স জানায়, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। স্পেসএক্স আরও জানায়, আমরা এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে এবং আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উৎক্ষেপণের ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। ওই ঘটনা নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন,

সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এই বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের একটি দৃশ্যও শেয়ার করেন তিনি। মাস্ক তার পোস্টে আরও লেখেন, রকেটের উন্নত সংস্করণ এরই মধ্যে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারের তথ্য বলছে, স্টারশিপ রকেটের উৎক্ষেপণে ৭২ লাখের মতো ভিউ হয়েছে। জানা যায়, উৎক্ষেপণের প্রায় ৪ মিনিট পর রকেটটির ওপরের অংশ এটির ‘‘সুপার হেভি’’ বুস্টার থেকে পরিকল্পনামতো বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু এর পরপরই ওপরের অংশটিতে বিস্ফোরণ ঘটে এবং মিশন টিমের কাছ থেকে রকেটটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান স্পেসএক্সের যোগাযোগ ব্যবস্থাপক ড্যান হিউঅট। তবে উৎক্ষেপণের প্রায় ৭ মিনিট পর সুপার হেভি বুস্টার পরিকল্পনা অনুযায়ী উৎক্ষেপণস্থলে ফিরতে সক্ষম হয়। এ ঘটনায় মার্কিন কেন্দ্রীয় বিমান পরিবহন

প্রশাসন (এফএএ) জানায়, স্পেসএক্স মিশনের রকেট উৎক্ষেপণে বিপত্তি দেখা দেওয়ার ঘটনাটি অবগত ছিল তারা। পরে যেখানে রকেটের ধ্বংসাবশেষ পড়ছিল, সে এলাকা থেকে উড়োজাহাজগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহনীয় লুকে শাহরুখ কন্যা সোহানা বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে! ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য? বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে! ধ্বংসস্তূপ গাজার পুনর্গঠন: এগিয়ে আসবে কারা, খরচই বা কত? ৭২’র সংবিধান বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিবাসী বিশিষ্টজনের নিন্দা যেসব নিয়ম মানলে কমবে কোলেস্টেরল, প্রয়োজন হবে না ওষুধ মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন সোমবার, থাকছে যেসব আয়োজন এবার সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ বার্সেলোনা ছাড়ার গল্প বললেন নেইমার কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, পরীক্ষা ১২ এপ্রিল ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় বাংলাদেশ? ফয়জুল করীম: নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক সবজির বাজারে ক্রেতাদের ‘পৌষ মাস’, কৃষকের ‘সর্বনাশ’ হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান